নির্বাচনের আগে এখনও মাস খানেক সময় রয়েছে। এরমধ্যেই চড়ছে পারদ। সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন টুটু বসু। তার কারণ, নির্বাচনে কোনও এক পক্ষের হয়ে প্রচার করবেন তিনি। সাধারণভাবে, এমনটা ঘটলে বলে দেওয়াই যেত, বড় ছেলে সৃঞ্জয় বসুর পক্ষেই দাঁড়াবেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি। কিন্তু টুটু বসুর এই সিদ্ধান্তের আগেরদিনই তাঁর ছোট ছেলে সৌমিক বসু দাঁড়িয়ে পড়েছেন দেবাশিস দত্তের পাশে। ফলে টুটু বসু কোনদিকে যান সেটাই এখন দেখার।
এ মরসুমে সমর্থকদের হতাশ করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। এবারেও আইএসএল-এর (ISL) প্লে অফে যেতে পারেনি লাল-হলুদ। তার আগে ডুরান্ড কাপে (Durand Cup) আর সব শেষে সুপার কাপেও (Super Cup) প্রথম ম্যাচ হেরেই বিদায় নিতে হয়েছে। এমন অবস্থায় পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ। থাংবোই সিংটো ও অস্কার ব্রুজোর পরামর্শ মেনে তারকা ডিফেন্ডারকে সই করাতে চাইছে তারা।
নির্বাচনের আগেই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের (Mohun Bagan Club) সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন টুটু বসু। ৯০-এর দশক থেকে মোহনবাগানের সঙ্গে জড়িত টুটু বসুর আচমকা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অবাক করেছে সদস্যদের। সোমবার দুপুরে একটি চিঠি দিয়ে তিনি সরে দাঁড়ানোর কথা জানান।
ডুরান্ড কাপের (Durand Cup) পর আইএসএক-এ (ISL) ভাল খেলার পর, সুপার কাপে (Super Cup) সুযোগ পেতেই ফের নিজেকে প্রমাণ করলেন মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। তারকা ডিফেন্ডারদের অনুপস্থিতিতে বাঙালি ডিফেন্ডার নিজের জাত চিনিয়েছেন। তবে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির তরুণ প্রতিভা দীপেন্দু একটা সময় ফুটবল ছেড়েই দিতে চেয়েছিলেন।
সুপার কাপের সেমিফাইনালে উঠে গেল এফসি গোয়া। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে সেমিতে খেলবে মানেলো মার্কেজের দল। রুদ্ধশ্বাস ম্যাচে ম্যাজিক দেখাল এফসি গোয়া। পঞ্জাব এফসির বিরুদ্ধে ৮৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর দুরন্ত প্রত্যাবর্তন আইএসএলের শিল্ডের রানার্প আপ দলের। আইএসএলের শিল্ডের ফার্স্ট বয় আর সেকন্ড বয়ের কেউই সুপার কাপের ফাইনালে উঠতে পারবে না।
দুই ভারতীয় ফুটবলারের গোলে কেরল ব্লাস্টার্সকে হারাল মোহনবাগান সুপার জায়েন্ট। তারকারা না থাকলেও, রিজার্ভ দল নিয়েই আইএসএল-এর দলকে হারিয়ে দিলেন বাস্তব রায়। বাঙালি এই কোচ দেখিয়ে দিলেন অঙ্ক কষে খেলতে পারলে যে কোনও প্রতিপক্ষের সামনে বিরাট চ্যালেঞ্জ খাড়া করা যায়। সাহাল আব্দুল সামাদ ও সুহেল ভাটের গোলে সেমিফাইনালে সবুজ-মেরুন।
আইএসএল লিগ শিল্ড জেতার পর, আইএসএল ট্রফিও ঘরে এসে গিয়েছে। এবার মোহনবাগান সুপার জায়েন্টের ব্যাটন জুনিয়র ফুটবলারদের হাতে। সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। এই দলের কোচ হিসাবেও যাচ্ছেন না জোসে মলিনা। ফলে বাস্তব রায়ের সামনে বড় পরীক্ষা।
পরের মরসুমে দল ঢেলে সাজাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রায় সমস্ত বিদেশি ফুটবলারকেই ছেড়ে দিচ্ছে লাল-হলুদ। এর মধ্যেই জোড়াল হচ্ছে আইএসএল-এর তারকাকে সই করানোর সম্ভাবনা। এ মরসুমে 'ভাল' দল গড়েও সাফল্য আসেনি। চোট সমস্যায় জেরবার হতে হয়েছে অস্কার ব্রুজোদের। এর মধ্যেই সুপার কাপেও হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।
শনিবার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্সের ছয় বিদেশি নিয়ে মাঠে নামবে, এমন একটা দলের বিরুদ্ধে রক্ষণে একমাত্র বিদেশি নুনো রুইসকে খেলাবে মোহনবাগান সুপার জায়েন্ট। শুক্রবার সুপার কাপ খেলতে ভুবনেশ্বরে যাচ্ছেন দীপেন্দু বিশ্বাসরা। এই দলের কোচ হিসাবেও যাচ্ছেন না জোসে মলিনা। ফলে বাস্তব রায়ের সামনে বড় পরীক্ষা।
ইস্টবেঙ্গলের তথ্যচিত্র প্রকাশের অনুষ্ঠানে এসে ইস্টবেঙ্গল কর্তাদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উদাহরন হিসেবে তুলে ধরলেন অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ডহারবার এফসিকে। টাকা শুধু নয়, ইনভেস্টর ইমামির পাশে দাঁড়িয়ে ভাল দল গড়তে হবে। ট্রফি ফেরত দিয়ে প্রতিদান দিতে হবে ইনভেস্টরদের। এই সময় মঞ্চে তখন উপস্থিত মোহনবাগানের বর্তমান আর প্রাক্তন সচিব।
আই লিগ জেতা ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে তিনি ৫০ লক্ষ টাকার চেক তুলে দেন ক্লাবের প্রতিনিধির হাতে।