প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও, দ্বিতীয় ম্যাচে আটকে গেল ইস্টবেঙ্গল। ১০ জনের সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল লাল-হলুদ। গোল করে শুরুতে এগিয়ে গেলেও তা ধরে রাখতে না পারার খেসারত দিতে হল বিনো জর্জের দলকে।
মোহনবাগান সুপার জায়েন্টেই (Mohun Bagan Super Giant) যোগ দিলেন কিয়ান নাসিরি গিরি (Kiyan Nasiri Giri)। শুক্রবার চেন্নাইয়েন এফসি (Chennaiyin FC) থেকে সবুজ-মেরুনে যোগ দিলেন তিনি। এর আগেও সবুজ-মেরুনে ছিলেন তিনি। এবার তিন বছরের চুক্তিতে মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি। ডার্বির মঞ্চে অভিষেকেই ইতিহাস গড়েছিলেন। মাঝে একটা বছর চেন্নাইয়িন এফসিতে ছিলেন। ফের সবুজ-মেরুনে সই করে জামশিদ নাসিরির পুত্রের হুঙ্কার, 'নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব।'
কলকাতা পুলিশ ক্লাবের (Kolkata Police Club) বিরুদ্ধে ড্র দিয়ে মরসুম শুরু করল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। দুইবার এগিয়ে গিয়েও, ২ পয়েন্ট মাঠেই ফেলে আসতে হল মহমেডানকে।
প্রাথমিক ভাবে ঠিক ছিল ২০ জুলাই থেকে শুরু হবে ইস্টবেঙ্গল (East Bengal) সিনিয়র দলের অনুশীলন। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল চেয়েছিল, আগস্টের প্রথম সপ্তাহে ডুরান্ড কাপ (Durand Cup 2025) খেলতে নামতে। কিন্তু আয়োজকরা ইস্টবেঙ্গলকে অনুরোধ করে উদ্বোধনী ম্যাচে মাঠে নামার জন্য। আর তাই ইস্টবেঙ্গল সিনিয়র দলের অনুশীলন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
প্রথম ম্যাচে ৭ গোলে দুরন্ত জয়। চ্যাম্পিয়নের মতোই কলকাতা লিগ অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে শুক্রবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বেশ কিছুটা শক্তিশালী। অভিজ্ঞ ফুটবলারে ঠাসা সুরুচি সঙ্ঘ (Suruchi Sangha)। সব থেকে বড় কথা প্রতিপক্ষের কোচের নাম রঞ্জন ভট্টাচার্য। আর এই ম্যাচের আগেই বেশ চিন্তায় ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ (Bino George)।
প্রথম ম্যাচে হারতে হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant)। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল সবুজ-মেরুন। ডেগি কার্ডোজোর ছেলেদের কাছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের (Kalighat Sports Lovers Association) বিরুদ্ধে ম্যাচটা ছিল কার্যত অগ্নিপরীক্ষা। আর সেই পরীক্ষায় দারুণভাবে পাস করল মোহনবাগান। এই ম্যাচেও তাদের শুরুতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল।
গাড়ি দুর্ঘটনায় প্রয়াত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটা। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই আন্দ্রে। দুর্ঘটনায় মারা যান দু'জনেই। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছিটকে পড়ে। দুর্ঘটনার জেরে আন্দ্রে ও জটার গাড়িতে আগুন ধরে যায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশে।
মানোলো মার্কুয়েজ যে ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) দায়িত্বে আর থাকছেন না তা আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। বুধবার সে ব্যাপারে শিলমোহর পড়ে গেল। এবার প্রশ্ন হল, মানেলোর উত্তরসূরি কি সঞ্জয় সেন? বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) কার্যনির্বাহী সমিতির সভায় কোচের নাম ঘোষণা হয়নি। আরও দিন কয়েক সময় লাগবে।
সোমবার নৈহাটি স্টেডিয়ামে পুলিশ এসি-র (Mohun Bagan vs Police AC) বিরুদ্ধে কলকাতা লিগের প্রথম ম্যাচেই হারতে হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant)। সেই ম্যাচ শেষ হতার পর উত্তেজনা ছড়ায় স্টেডিয়ামে। অভিযোগ সেই সময়ই সবুজ-মেরুন সমর্থকদের লাঠিপেটা করে পুলিশ। সাদা পোশাকের কিছু পুলিশও মোহনবাগান সমর্থকদের গায়ে হাত দেন বলে অভিযোগ।
জাতীয় ক্রীড়া নীতিতে বদল আসতে চলেছে। এর ফলে ভারতীয় বংশোদ্ভূত বিদেশী ক্রীড়াবিদরাও ভারতের হয়ে খেলতে পারবেন। আর এতেই সুদিন ফেরার আশা করছেন ভারতের ফুটবলপ্রেমীরা। ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকজনকে শর্টলিস্ট করার কাজও হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। তাই এবার দেখে নেইয়া যাক, ভারতীয় বংশোদ্ভূত কোন কোন ফুটবলার যোগ দিতে পারেন?
বদলে গেল কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও মহমেডান মাচের দিন। পুরনো সূচি অনুযায়ী আগামী ৩ রা জুলাই বিকেল পাঁচটায় নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষে খেলতে নামার কথা ছিল বিনো জর্জের ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। কিন্তু বদলে গেল সেটি। যার ফলে একটা দিন পিছিয়ে গেল সেই ম্যাচ।