গাড়ি দুর্ঘটনায় প্রয়াত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটা। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই আন্দ্রে। দুর্ঘটনায় মারা যান দু'জনেই। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছিটকে পড়ে। দুর্ঘটনার জেরে আন্দ্রে ও জটার গাড়িতে আগুন ধরে যায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশে।
২২ জুন পোর্তোতে আয়োজিত এক অনুষ্ঠানে জটা তাঁর ছোটবয়সের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেন। মাত্র দশ দিনের মধ্যেই ঘটে গেল এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিয়ের ছবিতে দেখা যাচ্ছে যে দম্পতি তাদের তিন সন্তানের সঙ্গে উদযাপন করছেন। ফলে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া বিশ্ব ফুটবলে। জটার ভাই পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধান জটার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালেই থেমে গেল এক ফুটবল তারকার জীবন। পর্তুগালের জার্সিতে ৪৯টি ম্যাচে অংশ নেন জটা। ২০১৯ সালে অভিষেক হয়েছিল তাঁর। নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। সেই বিজয়ী দলের সদস্য ছিলেন জটা। দু'বার তিনি দেশের হয়ে নেশনস লিগ জেতেন।
লিভারপুলের জার্সিতে ১২৩টি ম্যাচ তিনি খেলেছিলেন। গোল করেছিলেন ৪৭টি। জাতীয় দলের হয়ে জটা ৪৯টি ম্যাচ খেলেন। গোল করেন ১৪টি। পর্তুগিজ ফুটবল সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে, 'আজ সকালে স্পেনে দিয়েগো জটা এবং তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং সমগ্র পর্তুগিজ ফুটবল সম্পূর্ণরূপে বিধ্বস্ত... পর্তুগিজ ফুটবল ফেডারেশন দিয়েগো এবং আন্দ্রে সিলভার পরিবার এবং বন্ধুদের পাশাপাশি লিভারপুল এফসি এবং এফসি পেনাফিয়েল, যে ক্লাবগুলিতে খেলোয়াড়রা খেলেছে, তাদের প্রতি গভীর সমবেদনা।'
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলও তাদের ফরোয়ার্ডের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করেছে। ২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ফুটবল জীবন শুরু করেন জটা। দু'বছর পর লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন পর্তুগিজ তারকা। তবে অ্যাটলেটিকোর হয়ে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। লোনে চলে যান পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সে। ২০১৮ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে যোগ দেন তিনি। সেখানে বছর দুয়েক কাটিয়ে যোগ দেন লিভারপুলে। ২০১৭–১৮ মরশুমে উলভারহ্যাম্পটনের হয়ে জেতেন লিগ কাপ। লিভারপুলের হয়ে গত মরশুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১–২২-এ এফএ কাপও জিতেছিলেন তিনি।