Advertisement

কলকাতা

টানা ২ দিন প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, আবহাওয়ার আপডেট

টানা ২ দিন প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, আবহাওয়ার আপডেট

04 Jul 2025

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। 

'কুণাল, অরূপের সঙ্গে আগে থেকে পরিচয়,' ২১ জুলাই পর্যন্ত 'ডেট' দিলেন দিলীপ

'কুণাল, অরূপের সঙ্গে আগে থেকে পরিচয়,' ২১ জুলাই পর্যন্ত 'ডেট' দিলেন দিলীপ

04 Jul 2025

বিজেপির রাজ্য সভাপতি বদলাল। আর তখনও জল্পনার কেন্দ্রে দিলীপ ঘোষ। সভাপতি বদলের পর সায়েন্স সিটির সভায় তাঁকে ডাকা হয়নি।

ভোর ৪টেয় মনোজিৎদের নিয়ে কসবা ল'কলেজে পুলিশ, কী মিলল ক্রাইম সিনে?

ভোর ৪টেয় মনোজিৎদের নিয়ে কসবা ল'কলেজে পুলিশ, কী মিলল ক্রাইম সিনে?

04 Jul 2025

শুক্রবার ভোর ৪টে। কসবা ল'কলেজে পৌঁছে গেলেন লালবাজারের তদন্তকারীরা। সঙ্গে গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। রয়েছে ধৃত নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ও। ক্রাইম সিন থেকে কী পেলেন তদন্তকারীরা?

আজ কলকাতায় বাড়বে বৃষ্টি, উইকএন্ডে ভাসবে কোন কোন জেলা?

আজ কলকাতায় বাড়বে বৃষ্টি, উইকএন্ডে ভাসবে কোন কোন জেলা?

04 Jul 2025

শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে মহানগরে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়েই ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ফলে উইকএন্ডে প্ল্যান করার আগে জেনে রাখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট...

ম-এ মালদা, ম-এ মহেশতলা.... শুভেন্দুর নিশানায় আর এক 'ম'

03 Jul 2025

ম-এ মালদা, ম-এ মহেশতলা.... শুভেন্দুর নিশানায় আর এক 'ম'। ৮০ ভাগ হিন্দু ভোট দিলে ২৬ সালে জাতি অত্যাচারী, মুসলিম লিগ সরকারকে উপড়ে ফেলে দেবে বিজেপি'। ২০২৬ সালের জেতার অঙ্ক বলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ব্রিগেডে ইসকনের জগন্নাথদেব দর্শনে মমতা, Video

03 Jul 2025

প্রতিবছর কলকাতায় ইসকনের রথযাত্রায় শামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি ছিলেন দিঘায়। বৃহস্পতিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কলকাতার ইসকন মন্দিরের জগন্নাথদেবের মাসি-বাড়িতে দর্শন এবং আরতি করেন মমতা। তিনি বলেন,'আমি সোজা রথে আসতে পারিনি । দিঘায় ছিলাম বলে। জগন্নাথ দেবের কাছে একটি চাওয়া, জগন্নাথ দেব সবাইকে শান্তি দিক, স্বস্তি দিক। এই জগতকে রক্ষা করুক। সবাই ভালো থাকুন'।

দায়িত্ব ছেড়ে 'আদি ও নব্য' নিয়ে মুখ খুললেন সুকান্ত, যা বললেন

03 Jul 2025

বিজেপিতে আদি ও নব্য বলে কিছু নেই। শমীকের অভিষেকের দিনে মনে করালেন সুকান্ত মজুমদার। উত্তরসূরীকে অভিনন্দন জানিয়ে সুকান্ত বলেন, 'এটা অন্য রাজনৈতিক দলে আশ্চর্যের হতে পারে। এটা কোনও পরিবারের দল নয়। দলটাই একটা পরিবার। আমরা এই পরিবারকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই। বিজেপি একটি পরিবার। আজ কে এসেছেন, আগামিকাল কে এসেছেন, আমরা সকলেই বিজেপি'।

'সিবিআই চাই না', কলকাতা পুলিশের তদন্তেই আস্থা কসবা নির্যাতিতার বাবা

03 Jul 2025

'আমরা এখন সিবিআই তদন্ত চাইছি না। কলকাতা পুলিশের উপর আস্থা আছে'। ফোনে বললেন কসবা গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবা। তিনি বলেন,'মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত। বাকি কথা বলার নয়। এটা সবাই বুঝতে পারছেন। কলকাতা পুলিশ আমাদের সাহায্য করছে। কলকাতা পুলিশের তদন্তে আমরা খুশি। কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে করছে'।

'সর্বোচ্চ সাজা যদি মৃত্যুদণ্ড হয়, দোষীদের তাই হোক', দাবি কসবার নির্যাতিতার বাবার

'সর্বোচ্চ সাজা যদি মৃত্যুদণ্ড হয়, দোষীদের তাই হোক', দাবি কসবার নির্যাতিতার বাবার

03 Jul 2025

সাউথ ক্যালকাটা ল'কলেজে গণধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়া হোক, এমন দাবিই করলেন নির্যাতিতার বাবা। ইন্ডিয়া টুডেকে তিনি বলেছেন, সর্বোচ্চ সাজা যদি মৃত্যুদণ্ড হয়, তা হলে তাই দেওয়া হোক। তাঁর কথায়, 'সমাজে মানসিক বিকারগ্রস্তরা জানুক, বিচারব্যবস্থা কী করতে পারে।'

'ভুয়ো তথ্য ছড়াচ্ছে, বিভ্রান্ত হচ্ছে মানুষ', সোশ্যাল মিডিয়ায় অপরাধ রুখতে শাহকে চিঠি মমতার

'ভুয়ো তথ্য ছড়াচ্ছে, বিভ্রান্ত হচ্ছে মানুষ', সোশ্যাল মিডিয়ায় অপরাধ রুখতে শাহকে চিঠি মমতার

03 Jul 2025

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত বাড়ছে অপরাধ। এমন অনেক পোস্ট করা হচ্ছে যার দ্বারা প্রভাবিত হয়ে সাধারণ মানুষ ভুল পদক্ষেপ করছে। এতে বিভ্রান্তি ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ার এই ক্ষতিকর দিকটির কথা তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'১৫ মিনিট বিশ্বাস করতে পারিনি', সভাপতি হওয়ার কোন কথা মনে পড়ল Samik Bhattacharya-র?

03 Jul 2025

সভাপতি হওয়ার পর কেমন অনুভূতি? ভরা মঞ্চে নিজেই সে কথা জানালেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন,'অমিত মালব্য আমাকে বলছিলেন, আপনি কি ভয় পাচ্ছেন? আসলে প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম, ১৫ মিনিট বিশ্বাস করতে পারিনি'।

Advertisement