বৈশাখের মাঝামাঝি সময়ে যখন গরমে হাঁসফাঁস করছে রাজ্য, তখন হঠাৎ করেই দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার আমূল পরিবর্তন। সোমবার সন্ধ্যার পর থেকে কলকাতা সহ একাধিক জেলায় বয়ে যায় ঝড়বৃষ্টি, যার প্রভাবে শহরের তাপমাত্রা নেমে গিয়েছে ২০ ডিগ্রির নীচ। আচমকা এমন ঠান্ডা হাওয়ায় খানিক স্বস্তি মিললেও বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি এখনও রয়ে গিয়েছে।
সূত্রের খবর, রেলবোর্ডের চূড়ান্ত অনুমতি পেলেই চালু হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই গ্রিন লাইনে 'আপ' ও 'ডাউন' লাইনের দিক নির্ধারণও সম্পূর্ণ হয়েছে, ভারতীয় রেলের প্রচলিত নিয়ম অনুসারে।
বৈশাখের মাঝামাঝিতে এসে বদলে গেল আবহাওয়া। গরমের দহনজ্বালা কাটিয়ে ঠান্ডা মনোরম হাওয়া। ঝড়বৃষ্টিতে অনেকটাই নামল পারদ। তবে এই শেষ নয়। সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আপাতত বৃষ্টিপাত চলবে। রাজ্যজুড়ে ঝড়-জল-বৃষ্টিপাতের সতর্কতা আছে।
আগামী ৭ মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ফলাফল প্রকাশিত হবে। অনলাইনে পরীক্ষার্থীরা দেখতে পাবেন ২টো থেকে।
SSC-র 'যোগ্য'দের তালিকা থেকে নাম বাদ গিয়েছে অনেকের। চাকরি ফেরত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবিতে পথে নামলেন তাঁরা। আজ হাজরা মোড় অবরুদ্ধ করে দেন চাকরিহারারা। যার জেরে যান চলাচল ব্যহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
SSC-র 'যোগ্য'দের তালিকা থেকে নাম বাদ গিয়েছে অনেকের। চাকরি ফেরত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবিতে পথে নামলেন তাঁরা। আজ হাজরা মোড় অবরুদ্ধ করে দেন চাকরিহারারা।
ঘটনার সূত্রপাত ২০১৪ সালের টেট পরীক্ষার মাধ্যমে। সেই টেটের ফলাফলের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ শুরু হয়। পরে সামনে আসে দুর্নীতির অভিযোগ। প্রায় ১৪০ জন চাকরিপ্রার্থী মামলা করেন হাইকোর্টে।
Weather Update Today: তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির ছোঁয়া দক্ষিণবঙ্গে। রবিবার বিকেল থেকেই গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩-৪ দিনও বিকেলের পর এমন হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘটনার সূত্রপাত, সিপিএমের এরিয়া কমিটির দফতরে চলছিল কমিটির বৈঠক। সেখানেই প্রথমে বিতণ্ডা শুরু হয়। সেই বচসা গড়ায় হাতাহাতি, কামড়াকামড়িতে। ফলে জখম হয়েছেন অনেকে। কপালে-হাতে পড়েছে ব্যান্ডেজ। এহেন পরিস্থিতিতে আলোচনা আর সম্ভব নয়। ফলে ভেস্তে যায় বৈঠক।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত কবে চলবে মেট্রো? সেই অপেক্ষার খুব শিগগিরই অবসান হতে চলেছে। এসপ্লানেড-শিয়ালদহ গ্রিন লাইনে চলল ট্রায়াল রান। কমিশনার অব রেলওয়ে সেফটি সন্তোষপ্রকাশ করেছেন। আনুষ্ঠানিক সবুজ সংকেত এলেই শুরু হয়ে যাবে রুট।
২৮ এপ্রিলের পর থেকে টানা ৩-৪ দিন বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা আজ ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকা সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনে সেটা কমে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।