Kolkata Weather Update: আজ কলকাতায় বাড়বে বৃষ্টি, উইকএন্ডে ভাসবে কোন কোন জেলা?

শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে মহানগরে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়েই ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ফলে উইকএন্ডে প্ল্যান করার আগে জেনে রাখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট...

Advertisement
আজ কলকাতায় বাড়বে বৃষ্টি, উইকএন্ডে ভাসবে কোন কোন জেলা? কলকাতার আবহাওয়া
হাইলাইটস
  • শুক্রবার বৃষ্টি বাড়বে কলকাতায়

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতে এখনই লাগাম পড়বে না। শুক্রবার থেকে শুরু করে গোটা উইকএন্ড জুড়েই আবহাওয়ার গতিপ্রকৃতির কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টি চলবে এক নাগাড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাদ পড়বে না কলকাতাও। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
শুক্রবারও সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলিতেও ভারী বৃষ্টি হবে। 

শনিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ১০ জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনাতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। ওই দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ। শুক্রবার মোটের উপর এই পরিসংখ্যানে তেমন পরিবর্তন চোখে পড়বে না। 

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
হাওয়া অফিস জানাচ্ছে,  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে শুক্রবার আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। রবিবার জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement