
জাতীয় ক্রীড়া নীতিতে বদল আসতে চলেছে। এর ফলে ভারতীয় বংশোদ্ভূত বিদেশী ক্রীড়াবিদরাও ভারতের হয়ে খেলতে পারবেন। আর এতেই সুদিন ফেরার আশা করছেন ভারতের ফুটবলপ্রেমীরা। ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকজনকে শর্টলিস্ট করার কাজও হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। তাই এবার দেখে নেইয়া যাক, ভারতীয় বংশোদ্ভূত কোন কোন ফুটবলার যোগ দিতে পারেন?
এই তালিকায় ১০ জন ফুটবলারের নাম আমরা তুলে ধরছি যারা ভারতের হয়ে খেলতে পারেন
ডিলান মার্কান্ডে- ইংল্যান্ডের প্রথম সারির ক্লাব টোটেনহ্যাম হটস্পারের যুব দলে খেলা ২২ বছর বয়সী এই উইঙ্গার ইতিহাস গড়েছেন। তিনি এখন চেস্টারফিল্ড এফসি-র হয়ে খেলছেন। খেলেছেন ব্ল্যাকবোর্ন রোভার্সের হয়েও। ফলে তিনি খেলতে আসলে বিরাট লাভ হবে ভারতীয় ফুটবল দলের।
ইয়ান ধান্দা- ওয়েস্ট ব্রোমউইচ, লিভারপুলের ইয়ুথ সিস্টেম থেকে উঠে আসা এই তারকাও ভারতের হয়ে দারুণ সম্পদ হয়ে উঠতে পারেন। খেলছেন সোয়েনসা সিটির হয়েও। ২৫ বছর বয়সী এই উইঙ্গার ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ দলেও খেলেছেন। সূত্রের খবর তিনি ভারতের হয়ে খেলতেও রাজি।
মনপ্রীত সারকারিয়া- মনপ্রীত অস্ট্রিয়ায় থাকেন। সেখানেই তাঁর জন্ম। সবচেয়ে বড় কথা হল, তিনি সে দেশের জাতীয় দলের হয়ে একটা ম্যাচও খেলেছেন। অস্ট্রিয়ার ক্লাব এসকে স্টুরাম গ্রাজের হয়ে ক্লাব ফুটবলে খেলেন মনপ্রীত। ২০২২-২৩ সালে তাঁর দল অস্ট্রিয়া লিগও চ্যাম্পিয়ন হয়েছে।
সরপ্রীত সিং- প্রথম ভারতীয় হিসেবে বুন্দেশলিগায় খেলার রেকর্ড গড়েছেন সরপ্রীত। ২০১৯ সালে বায়ার্ন মিউনিখের হয়ে ২টো ম্যাচ খেলেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। নিউজিল্যান্ড নিবাসী এই ফুটবলার এর আগে সে দেশের হয়ে খেলছেন ন'টা ম্যাচ। ক্লাব ফুটবলে এখন তিনি খেলছেন হানসা রোস্টকসের হয়ে।
জোসুয়া পাইনাদাথ- ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের যুব দলে ছিলেন তারপর ২০১৫ সালে অ্যায়াক্স যুব দলে যোগ দেন। তিনি বর্তমানে নেদারল্যান্ডসে জং এজেডের হয়ে খেলছেন এবং ২০২১ সালে চেলসিতে ট্রায়ালও দেন।
হরপ্রীত ঘোত্রা- ২১ বছর বয়সী জার্মান মিডফিল্ডার বর্তমানে বুন্দেসলিগায় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে খেলছেন। তিনি ২০১৫ সাল থেকে আইনট্রাখট যুব দলের সঙ্গে যুক্ত আছেন। ২০২৪ সালের জুন পর্যন্ত তাঁর এই দলের সঙ্গে চুক্তি ছিল।
শান হুন্ডাল- ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লীগে ভ্যালোর এফসি দলের হয়ে খেলছেন। তিনি কানাডার অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন।
সাই সচদেব- সচদেব ইতিমধ্যেই ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন এবং বর্তমানে শেফিল্ড ইউনাইটেড থেকে লোনে ওল্ডহ্যাম অ্যাথলেটিকের হয়ে খেলছেন। ছোটবেলায়, এই রাইট-ব্যাক লেস্টার সিটি ইয়ুথ অ্যাকাডেমিতেও ছিলেন।
আরজান রাইখি- অ্যাস্টন ভিলা এবং ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন অ্যাকাডেমি থেকে উঠে আসা ২১ বছর বয়সী মিডফিল্ডার লেস্টার সিটির হয়ে খেলেন। ক্লাবের যুব দলে নাম লেখানোর পর, ৮ জানুয়ারী ২০২১ সালে লিভারপুলের বিরুদ্ধে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে অ্যাস্টন ভিলার হয়ে অভিষেক হয় আরজানের।
ব্রেন্ডন খেলা- ২০২২ সালে ব্রেন্ডন খেলা যোগ দেন বার্মিংহ্যাম সিটিতে। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার এখন খেলছেন স্কটিশ ক্লাব রস কাউন্টির হয়ে। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন।