CFL 2025: বদলে গেল ইস্টবেঙ্গল ম্যাচের দিন, কবে নামছে মহমেডান; রইল সূচি

বদলে গেল কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও মহমেডান মাচের দিন। পুরনো সূচি অনুযায়ী আগামী ৩ রা জুলাই বিকেল পাঁচটায় নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষে খেলতে নামার কথা ছিল বিনো জর্জের ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। কিন্তু বদলে গেল সেটি। যার ফলে একটা দিন পিছিয়ে গেল সেই ম্যাচ।

Advertisement
বদলে গেল ইস্টবেঙ্গল ম্যাচের দিন, কবে নামছে মহমেডান; রইল সূচিমহমেডান স্পোর্টিং ও ইস্টবেঙ্গল

বদলে গেল কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও মহমেডান মাচের দিন। পুরনো সূচি অনুযায়ী আগামী ৩ রা জুলাই বিকেল পাঁচটায় নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষে খেলতে নামার কথা ছিল বিনো জর্জের ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। কিন্তু বদলে গেল সেটি। যার ফলে একটা দিন পিছিয়ে গেল সেই ম্যাচ।

অর্থাৎ আগামী ৪ঠা জুলাই নৈহাটির সেই ফুটবল স্টেডিয়ামে কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মশাল ব্রিগেড। শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়। বদল এসেছে ময়দানের আরেক প্রধান তথা মহমেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচের ক্ষেত্রে। ৫ ই জুলাই আয়োজিত হওয়ার কথা ছিল মহামেডান দলের ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে খেলতে নামার কথা ছিল কলকাতা পুলিশ ফুটবল ক্লাবের। তবে এবার সেই ম্যাচ আয়োজিত হতে চলেছে আগামী ৪ ঠা জুলাই বিকেল তিনটে নাগাদ। বারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে আয়োজিত হবে ময়দানের এই আরেক প্রধানের ম্যাচ। অর্থাৎ এবার একই দিনেই খেলতে নামবে কলকাতার দুই শক্তিশালী ফুটবল ক্লাব। তবে এটাই প্রথম নয়। কিছুদিন আগেই বদল করা হয়েছিল মহামেডান বনাম ডায়মন্ড হারবারের ম্যাচের দিন।

২০ শে জুলাই সেই ম্যাচ আয়োজিত হওয়ার কথা থাকলেও নয়া সূচি অনুযায়ী সেটি বদল করে আগামী ২৬ শে জুলাই রাখা হয়েছে। বলাবাহুল্য, শেষ সিজনে প্রিমিয়ার ডিভিশন লিগে খুব একটা ভালো, পারফরম্যান্স করতে পারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই তাঁদের কাছে। অন্যদিকে, গতবারের ছন্দ বজায় রাখতে বদ্ধপরিকর লাল-হলুদ শিবির।

গত মরসুমের ট্রফি হাতে না পেলেও, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে তারা কতটা তৈরি। এবার প্রতিপক্ষ সুরুচি সংঘ। তাদের বিরুদ্ধে জিতলে আরও বেশি আত্মবিশ্বাসী ফুটবল খেলবে লাল-হলুদ। এখনও সেভাবে সিনিয়র দলের ফুটবলারদের ব্যবহারই করেনি ইস্টবেঙ্গল। ডার্বির জন্যই কি আগে থেকে নামানো হচ্ছে না? সেই প্রশ্নে মুখ খুলতে নারাজ ইস্টবেঙ্গল।    

Advertisement

POST A COMMENT
Advertisement