Mohun Bagan Transfer News: ঘরের ছেলেকে ফেরাল মোহনবাগান, প্রথম লিখেছিল bangla.aajtak.in

মোহনবাগান সুপার জায়েন্টেই (Mohun Bagan Super Giant) যোগ দিলেন কিয়ান নাসিরি গিরি (Kiyan Nasiri Giri)। শুক্রবার চেন্নাইয়েন এফসি (Chennaiyin FC) থেকে সবুজ-মেরুনে যোগ দিলেন তিনি। এর আগেও সবুজ-মেরুনে ছিলেন তিনি। এবার তিন বছরের চুক্তিতে মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি। ডার্বির মঞ্চে অভিষেকেই ইতিহাস গড়েছিলেন। মাঝে একটা বছর চেন্নাইয়িন এফসিতে ছিলেন। ফের সবুজ-মেরুনে সই করে জামশিদ নাসিরির পুত্রের হুঙ্কার, 'নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব।'

Advertisement
ঘরের ছেলেকে ফেরাল মোহনবাগান, প্রথম লিখেছিল bangla.aajtak.inমোহনবাগান

মোহনবাগান সুপার জায়েন্টেই (Mohun Bagan Super Giant) যোগ দিলেন কিয়ান নাসিরি গিরি (Kiyan Nasiri Giri)। শুক্রবার চেন্নাইয়েন এফসি (Chennaiyin FC) থেকে সবুজ-মেরুনে যোগ দিলেন তিনি। এর আগেও সবুজ-মেরুনে ছিলেন তিনি। এবার তিন বছরের চুক্তিতে মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি। ডার্বির মঞ্চে অভিষেকেই ইতিহাস গড়েছিলেন। মাঝে একটা বছর চেন্নাইয়িন এফসিতে ছিলেন। ফের সবুজ-মেরুনে সই করে জামশিদ নাসিরির পুত্রের হুঙ্কার, 'নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব।'

'সুযোগ পেলে...' কী বললেন কিয়ান?
সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ডার্বিতে হ্যাটট্রিকের নজির এখনও কিয়ান নাসিরির নামের পাশেই লেখা। জামশিদ নাসিরির পুত্র ২০২৪-২০২৫ মরসুমে মোহনবাগান ছেড়েছিলেন। এ মরসুমে ফের সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে কিয়ানকে। তিন বছরের চুক্তিতে মোহনবাগানে সই করে তিনি বলছেন, 'ফের কলকাতায় ফিরে ভালো লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।'

সুপার সাব হিসেবে নেমে ডার্বিতে হ্যাটট্রিক
কিংবদন্তি ফুটবলার জামশিদ নাসিরির পুত্র কিয়ান ছোট বয়স থেকেই মোহনবাগান জুনিয়র দলে খেলতেন। অ্যাকাডেমিতে নজরকাড়া পারফরম্যান্সের পর সিনিয়র দলেও সুযোগ পান। ২০২২ সালে আইএসএলের (ISL) ডার্বিতে (Kolkata Derby) সুপার-সাব হিসেবে নেমে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান। কার্যত হারতে বসা ম্যাচ একার হাতেই জিতিয়ে দেন। তারপরও একাধিক নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। এমনকী সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কারও পেয়েছেন।

খেলার সুযোগ পাননি চেন্নাইয়েনে
আরও ম্যাচ খেলার জন্য কিয়ান মোহনবাগান ছেড়েছিলেন। তবে চেন্নাইয়িনেও সেভাবে ‘গেম টাইম’ পাননি। আইএসএলে ১৫টি ম্যাচ খেললেও প্রথম একাদশে ছিলেন মাত্র ৬টি ম্যাচ। তবে যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অ্যাসিস্ট করেছিলেন। সেই ম্যাচে জয়ও পেয়েছিল চেন্নাইয়িন। এবার ফের সবুজ-মেরুন জার্সিতে মঞ্চ মাতাতে পারেন কি না, সেটাই দেখার। তবে ফের আশায় বুক বাধছেন মোহনবাগান সমর্থকরা।

POST A COMMENT
Advertisement