Hero MotoCorp তাদের সবথেকে সস্তা বাইক HF 100-এর নতুন আপডেটেড ভার্সন আনল বাজারে। ২০২৫ সালের HF 100 মডেলটি ২০২৪ সালের তুলনায় কিছু হালকা আপডেট পেয়েছে। এই বাইকের দাম নির্ধারণ করা হয়েছে ৬০,১১৮ টাকা (এক্স-শোরুম)। আগের মডেলের তুলনায় এই দাম ১,১০০ টাকা বেশি।
দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ ছবিটি ডাউনলোড করেন। সেই এক ক্লিকেই ঘটে যায় বিপদ। কয়েক মিনিটের মধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২.০১ লক্ষ টাকা উধাও হয়ে যায়। পরে জানা যায়, টাকা তোলা হয়েছে হায়দরাবাদের একটি এটিএম থেকে।
বেশ কিছুদিন ধরেই, ২০০০ টাকার বেশি UPI লেনদেনের উপর GST চাপানোর জল্পনা চলছে। এই খবরে অনেক UPI ব্যবহারকারীকে অবাক করেছে, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত ব্যবহারকারী এবং ছোট ব্যবসায়ী। সরকার এই বিষয়ে সত্যি স্পষ্ট করেছে। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। সরকারের এমন কোনও পরিকল্পনা নেই।
এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনতে চলেছে ওপেনএআই। তারা এনিয়ে কাজ করছে। যদি রিপোর্টগুলি বিশ্বাস করা হয়, কোম্পানি AI ক্ষমতা সম্পন্ন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করছে। তবে, এই প্ল্যাটফর্ম সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।
মহাবিশ্বে কি কেবল পৃথিবীতেই প্রাণ আছে? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। বর্তমানে পৃথিবীর বাইরে কোথাও প্রাণ আছে কিনা তা জানা যায়নি। মার্কিন মহাকাশ সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন এমন একটি আবিষ্কার করেছে, যা পৃথিবীর বাইরে প্রাণ খুঁজে পাওয়ার আশা বাড়িয়ে দিয়েছে।
Defence ক্ষেত্রে ক্রমশ উন্নয়ন করে চলেছে India । দেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে কোনওরকম আপোষ করতে রাজি নয় কেন্দ্র। এবার সেই প্রতিরক্ষা ক্ষেত্রেই বিরাট খবর, যা যে কোনও শত্রু দেশের হাঁটু কাঁপিয়ে দিতে পারে। মনে রাখতে হবে ভারতের প্রতিবেশী China ও Pakistan র মতো দেশ। এমনকী Bangladesh র বর্তমান যা পরিস্থিতি, সেখান থেকেও India র উদ্দেশে ধেয়ে আসছে বিভিন্ন ধরনের মন্তব্য। তাই সেই জায়গা থেকে এবার ভারতের হাতে চলে এল ভয়াবহ এক অস্ত্র। এবার কার্যত আলো দিয়েই প্রতিপক্ষকে দমন করতে পারবে ভারত। শত্রু রাষ্ট্রের যুদ্ধবিমান থেকে গুপ্তচর ড্রোন, যে কোনও কিছুকে নিমিষে ধ্বংস করে দিতে DRDO তৈরি করেছে এক লেজ়ার অস্ত্র। ইতিমধ্যেই সেটির পরীক্ষাও সম্পন্ন হয়েছে।