Advertisement

Impact of AI on jobs: সাবধান, প্রায় 10কোটি চাকরি খাবে AI! আপনার মধ্যে কী গুণ থাকলে চাকরি বাঁচবে?

চাকরি বাজারে এমনিতেই মন্দা। প্রায় সময়ই চাকরি যাওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি তার মধ্যে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে AI। চাপ বাড়ছে গোটা বিশ্বে। অনেকেই মনে করছেন চাকরির বাজারে আরও বড় মন্দা দেখা দিতে পারে। ভবিষ্যতে বড়সড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর মাঝেই সব থেকে বড় প্রশ্ন যত সময় যাবে ততই কি প্রযুক্তিনির্ভর হয়ে যাবে সব কিছু? আশঙ্কা ছড়িয়েছে। মনে করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকের কাজ কেড়ে নেবে।

Advertisement