বিহারের সমস্তিপুরের বাড়ি থেকে প্রায় ১০০ কিলমিটার দূরে পাটনার অ্যাকাডেমিতে রোজ যাতায়াত করা অসম্ভব। সেই কারণেই ছেলেকে নিয়ে একদিন অন্তর একদিন অ্যাকাডেমিতে আসতেন বাবা। ছেলেকে ক্রিকেটার বানাতে বিক্রি করেছেন জমিও। বাবার এই আত্মত্যাগ বদলে দেয় বৈভবকে। নেটে একটানা ৫০০ থেকে ৬০০ বল খেলতে থাকে ছোট্ট ছেলেটা।
প্লে অফে যাওয়ার সুযোগ অনেকটাই কমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এর মধ্যেই আজ দিল্লি ক্যাপটালসের বিরুদ্ধে নামছে কেকেআর। আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের ফর্ম একেবারেই নেই। এবার এই ম্যাচ থেকে কলকাতা পয়েন্ট পায় কিনা সেটাই দেখার।
বৈভব সূর্যবংশী। আইপিএল-এ গুজরাতের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে রাতারাতি শিরোনামে চলে এসেছেন ১৪ বছরের এই যুবক। ব্যাট হাতে তাঁর তাণ্ডব দেখে হতবাক গোটা বিশ্ব। তবে তাবড় তাবড় আন্তর্জাতিক বোলারদের শাসনের পরও সেই অর্থে নির্বিকার বৈভব।
আইপিএল-এ আর পাঁচটা ম্যাচ বাকি রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের লড়াইয়ে উঠতে গেলে গতবারের চ্যাম্পিয়নদের কাছে সমস্ত ম্যাচই ডু অর ডাই। এর মধ্যেই মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে। বর্তমানে লিগ টেবিলে ৯ ম্যাচে ৩ জয় ও একটি অমীমাংসীত ম্যাচের সৌজন্যে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কেকেআর। শেষ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে যায় নাইটদের।
মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে দুরন্ত সেঞ্চুরি! রাজস্থান রয়্যালসের ভৈভব সুর্যবংশী গড়লেন নতুন ইতিহাস। জেনে নিন কীভাবে রেকর্ড গড়লেন এই বিস্ময় বালক।
মাত্র ১৪ বছর বয়সে আরও একটা ইতিহাস গড়ে ফেলল বৈভব সূর্যবংশী। ঘরের মাঠে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার রেকর্ড গড়ল রাজস্থানের এই ওপেনার। মাত্র ৩৫ বলে করা এই সেঞ্চুরিতে ছিল, সাতটা চার ও ১১টা ছক্কা। বৈভব যখন আউট হল, তখন রাজস্থানের রান ১৬৬। ওপেনিং জুটিতেই এই রান করে ফেলে রাজস্থান।
কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।২৬ জন পর্যটক নিহত এবং কয়েকজন আহত হন। সন্ত্রাসবাদী হামলার পর গোটা দেশে শোক ও ক্ষোভের পরিবেশ। এর মধ্যেই আফ্রিদির বক্তব্যের তীব্র সমালোচনা করলেন আসাদউদ্দিন ওয়েসি।
গুজরাত টাইটান্স (GT) আজ রাজস্থান রয়্যালস (RR) এর মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ জিতে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করার লক্ষ্যে থাকবে গুজরাত টাইটান্স, অন্যদিকে রাজস্থান রয়্যালস নিজেদের সম্মান বাঁচানোর লক্ষ্যে মাঠে নেমেছে। এই ম্যাচে টস জিতে রাজস্থান প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। গুজরাত দল প্রথমে ব্যাট করছে। রাজস্থানের সামনে টার্গেট রানের।
রবিবার দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের মাঝেই তর্কে জড়ালেন বিরাট কোহলি ও কেএল রাহুল। মাঠের মধ্যেই শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। দুই তারকাকে রীতিমতো তর্ক করতে দেখা যায়। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। সাধারণত ভারতীয় দলে এবং আইপিএলে পরস্পরের প্রতি বেশ বন্ধুত্ব ও সম্মানের ভাবই দেখান দুই ক্রিকেটার।
লখনউ-এর বিরুদ্ধে ফের জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। লখনউতে হার্দিক পান্ডিয়ারা হেরে গেলেও, ঘরের মাঠে দারুণ প্রতিশোধ নিল মুম্বই। ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লখনউ-এর ইনিংস শেষ হয়ে যায় ১৬১ রানে।
পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নেমে ২০১ রান করে। কলকাতা এক ওভারে ৭ রান করে। এরপর শুরু হয়ে যায় অঝোর বৃষ্টি। টানা বৃষ্টিপাতের কারণে এই ম্য়াচটা শেষপর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সেইসঙ্গে দুটো দলকেই ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণে কেকেআর সমর্থকরা হতাশায় ভেঙে পড়েছেন।