ভারতীয় দল প্রথম ইনিংসে ৫৮৭ রান করে। ইংল্যান্ড দল জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড দল। ফলে ভারতীয় দলের লক্ষ্য হবে দ্রুত বাকি সাত উইকেট তুলে ইংল্যান্ডের উপর চাপ বাড়ানো।
অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট সিরিজ হারের পরেই, বিসিসিআই বেশকিছু নিয়ম চালু করেছিল। তবে সে নিয়ম মানলেন না রবীন্দ্র জাদেজা। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, মাঠে আসার সময় এক বাসে সবাইকে আসতে হবে। তবে সে নিয়ম মানেননি ভারতের অলরাউন্ডার। নিয়ম ভাঙলেও, শাস্তি হচ্ছে না জাদেজার।
এজবাস্টন টেস্টের তৃতীয় দিন টিম ইন্ডিয়ার বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ। প্রথম টেস্টে সমস্যা হয়েছিল বোলাররা উইকেট নিতে না পারায়। দ্বিতীয় টেস্টে সেই সমস্যা কাটিয়ে ওঠার ইঙ্গিত মিলেছে দ্বিতীয় দিনেই। আকাশদীপ আর মহম্মদ সিরাজ দুইজনই উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে ভারতের রান ৫৮৭ হলেও, এবার আসল পরীক্ষা হবে বোলারদের।
গতবছর অগাস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে চাপান-উতোর তুঙ্গে। সে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাচন নিয়ে সরব হয়েছে ভারত সরকার।
ভারত প্রথম ইনিংসে তোলে ৫৮৭ রান। জুটিতে সাহায্য করেন যশস্বী জয়সওয়াল (৮৭) এবং রবীন্দ্র জাডেজা (৮৯)। কিন্তু মূল আলোচনায় শুধু একজন—শুভমন গিল।
ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচে রবীন্দ্র জাদেজার সঙ্গে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস এবং ক্রিস ওকসের তর্ক হয়। এই পুরো তর্কটি ঘটে ভারতীয় ব্যাটার ডেঞ্জার জোনের চারপাশে দৌড়ানোর কারণে। বার্মিংহামের এজবাস্টন মাঠে খেলা হচ্ছে। এই ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
ডাবল সেঞ্চুরি করে ফেললেন শুভমন গিল। দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন প্রথম দিন। আর দ্বিতীয় দিন লাঞ্চের পর, ২০০ করে ফেললেন ভারতের ক্যাপ্টেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে শুতমন গিল। ভারতীয় মিডল অর্ডারও বেশ স্বচ্ছন্দে খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে।
ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে শুভমন গিল। ভারতীয় মিডল অর্ডারও বেশ স্বচ্ছন্দে খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এটা বড় স্বস্তি ভারতের জন্য। প্রথম টেস্টে মিডল অর্ডার দুই ইনিংসেই ব্যর্থ হয় মিডল অর্ডার। দ্বিতীয় ম্যাচটি বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে চলছে। এই ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ভাল জায়গায় ভারতীয় দল।
এই তালিকায় আছেন ডন ব্র্যাডম্যান, গারফিল্ড সোবার্স, স্মিথের মতো কিংবদন্তিরা। ভারতীয়দের মধ্যে শুধু বিরাট কোহলি এটা করেছিলেন। এখন গিলও সেই লিস্টে। শুভমন গিল যেন ব্যাট হাতে আগুন! ইংল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয় টেস্টে করলেন সেঞ্চুরি।
এশিয়া কাপে (Asia Cup 2025) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। পাহেলগাঁও সন্ত্রাসবাদী (Pahalgam) হামলার পর, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক নষ্ট করার কথাই জানিয়েছিল বিসিসিআই (BCCI)। এশিয়া কাপ নিয়ে এ কারণেই জটিলতা দেখা যায়। এশিয়া কাপ এবারে ৪ অথবা ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে। ফাইনাল হবে ২১ সেপ্টেম্বর। এর মধ্যেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ।
ভরণপোষণ বাবদ স্ত্রী হাসিন জাহান ও মেয়েকে প্রতিমাসে ৪ লাখ টাকা দিতে হবে ক্রিকেটার মহম্মদ শামিকে। এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে স্বাগত জানালেন হাসিন।