Shubman Gill: ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন, এবার সামনে বিরাট, ঝড়ের নাম গিল, কত রেকর্ড?

এই  তালিকায় আছেন ডন ব্র্যাডম্যান, গারফিল্ড সোবার্স, স্মিথের মতো কিংবদন্তিরা। ভারতীয়দের মধ্যে শুধু বিরাট কোহলি এটা করেছিলেন। এখন গিলও সেই লিস্টে। শুভমন গিল যেন ব্যাট হাতে আগুন! ইংল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয় টেস্টে করলেন সেঞ্চুরি। 

Advertisement
ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন, এবার সামনে বিরাট, ঝড়ের নাম গিল, কত রেকর্ড?  শুভমন গিল
হাইলাইটস
  • ইংল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয় টেস্টে করলেন সেঞ্চুরি
  • কী এমন করলেন গিল?
  • এই ইনিংস সংখ্যার খাতায় নয়, দায়িত্বের ইনিংস বলেই আলাদা।

ভারতীয় ক্রিকেটে এখন একটাই নাম, শুভমন গিল।  শুভমন গিল যা করলেন, সেটা শুধু একটা ভালো ইনিংস নয়, ইতিহাস। এজবাস্টনে টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করলেন গিল। এর আগে প্রথম ম্যাচেও করেছিলেন। আর এই কীর্তির দৌলতে তিনি হলেন ইংল্যান্ডে টানা প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ভারতীয় অধিনায়ক। এই তালিকায় আছেন ডন ব্র্যাডম্যান, গারফিল্ড সোবার্স, গ্রিম স্মিথের মতো কিংবদন্তিরা। ভারতীয়দের মধ্যে শুধু বিরাট কোহলি এটা করেছিলেন। এখন গিলও সেই লিস্টে। শুভমন গিল যেন ব্যাট হাতে আগুন! ইংল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয় টেস্টে করলেন সেঞ্চুরি। 

কী এমন করলেন গিল?

-- ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে শতরান করেছিলেন গিল।
-- দ্বিতীয় টেস্টেও সেই ছন্দ বজায় রেখে করলেন আরও একটা সেঞ্চুরি।
-- অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টেই শতরান? এমনটা এর আগে ভারতীয়দের মধ্যে শুধু বিরাট কোহলি, বিজয় হাজারে আর সুনীল গাভাসকর করতে পেরেছিলেন।
-- এবার গিলও সেই লিজেন্ডদের তালিকায়!

শুধু রান নয়, ম্যাচের মোড় ঘুরিয়েছেন

ভারতের যখন অবস্থা টলমল — ৯৫/২ থেকে ২১১/৫ — তখন হাল ধরেন গিল।
-- যশস্বীর সঙ্গে গড়েন ৬৬ রানের পার্টনারশিপ
-- তারপর জাডেজার সঙ্গে গড়েন অপরাজিত ৯৯ রানের জুটি
-- শেষ পর্যন্ত নিজের দলকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন

এই ইনিংস সংখ্যার খাতায় নয়, দায়িত্বের ইনিংস বলেই আলাদা।

টানা তিন টেস্টে শতরান — গিল এখন এলিট ক্লাবে
গিল এখন ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি টেস্টে তিনটি শতরান করলেন।
এই কাজ খুব কম ভারতীয় ব্যাটার করতে পেরেছেন —
-- আজহারউদ্দিন
-- ভেঙ্কসরকর
-- রাহুল দ্রাবিড়
এবার তাঁদের পাশে নাম লেখালেন শুভমন গিল।

আর একটা শতরান করলেই গিল ধরে ফেলবেন বিরাট কোহলির রেকর্ড — অধিনায়ক হিসেবে প্রথম তিন টেস্টেই শতরান। এই ফর্ম থাকলে সেটা অসম্ভব কিছু নয়!

POST A COMMENT
Advertisement