ঘটনাটি ঘটে যখন তিনি মুম্বইয়ের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় তাঁর সঙ্গে দেখা করতে আসেন প্রবীণ স্টান্ট ডিরেক্টর এবং অভিনেতা অজয় দেবগনের বাবা, বীরু দেবগন।
Virat-Anushka: পাওয়ার কাপল হিসাবে পরিচিত বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দুই সন্তানের মা অনুষ্কা অভিনয় জগত একপ্রকার ছেড়েই দিয়েছেন। বিরাটের সঙ্গে লন্ডনেই পাকাপাকিভাবে বসবাস করছেন এই তারকা দম্পতি। ভারতের সঙ্গে নাকি ক্রমশঃ দুরত্ব বাড়াচ্ছেন অনুষ্কা। অথচ এই দেশই অনুষ্কা ও বিরটাকে আকাশছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে।
Adnan Sami: পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছেন পাক গায়ক আদনান সামি। পহেলগাঁও হামলার পর ভারত সরকার ঘোষণা করে যে সমস্ত পাকিস্তানিকে ২৬ এপ্রিলের মধ্যে এই দেশ ছাড়তে হবে। এরপরেই প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন প্রশ্ন তোলেন যে আদনান সামি কি তাহলে ভারতেই থেকে যাবেন? আর এই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।
Fawad Khan: বলিউডে বেশ পরিচিত মুখ পাক অভিনেতা ফাওয়াদ খান। বেশ কিছু হিন্দি ছবিতে তাঁকে দেখা গিয়েছে। ভারতে তাঁর মহিলা ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। তবে বেশ কিছু বছর তিনি বলিউড থেকে দূরেই ছিলেন। কিন্তু আবির গুলাল ছবির মাধ্যমে ফাওয়াদ আবার বলিউডে কামব্যাক করতেই তাঁকে নিয়ে শোরগোল পড়ে যায়।
Pahalgam Attack-Mahira Khan: পহেলগাঁও কাণ্ডের পর রাগে-ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। কাশ্মীরে ঘুরতে গিয়ে ২৬ জন পর্যটকের মৃত্যু। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্লন্ট (টিআরএফ)। ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করে বলিউডের অনেক তারকাই নিন্দায় সরব হয়েছেন।
ভারতে কোনও ছবি মুক্তি পেলে পাকিস্তান বেশ ভালোই লাভের মুখ দেখে। কিন্তু, পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণের জেরে লোকসানের মুখ দেখতে হবে পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রিকে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সরব হলেন শাহরুখ খান। বুধবার এক্স হ্যান্ডলে বলিউড বাদশা লিখেছেন, 'পহেলগাঁওয়ে যে অমানবিক এবং বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে, তাতে দুঃখ ও রাগের বহিপ্রকাশ বর্ণনা করার মতো কোনও শব্দ খুঁজে পাচ্ছি না।' একইসঙ্গে শাহরুখ লিখেছেন যে, দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জঘন্য ঘটনার ন্যায়বিচারের দাবিও জানিয়েছেন বলিপাড়ার সুপারস্টার।
Bollywood Gossips: সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাঁরা। নয়ের দশকে তুমুল বিতর্ক হয় এই শ্যুট নিয়ে। চর্চা আরও বাড়ে, যখন এক সাক্ষাৎকারে মহেশ বলেন, মেয়ে পূজাকে বিয়ে করতে চান তিনি। বহু কটাক্ষের শিকার হতে হয় তাঁদের।
Dipika-Shoaib: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৮ জনের নিহতের ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটন কেন্দ্রের বৈসরন উপত্যকায় এই জঙ্গি হামলা ঘটে। পর্যটকদের এক গ্রুপের ওপর নিশানা করে জঙ্গিরা। ইতিমধ্যেই দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে এক বছরের পুত্রকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি দীপিকা কক্কর ইব্রাহিম ও শোয়েব ইব্রাহিম।
Aamir Khan News: বহুদিন ধরেই পৌরাণিক মহাকাব্য মহাভারত নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছেন আমির। এটা তাঁর স্বপ্নের প্রোজেক্ট। সম্প্রতি এবিষয়ে কথা বলেছেন তিনি। চলতি বছরেই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন অভিনেতা।
Arijit Singh: কয়েক বছরের মধ্যে সঙ্গীত জগতে আলোড়ন ফেলে দিয়েছেন গায়ক অরিজিৎ সিং। তাঁর অনুষ্ঠান মানেই মানুষের উপচে পড়া ভিড়। তাঁর গানের মূর্ছনায় মুহূর্তে ভাসেন অনুরাগীরা। অরিজিতের গান যেমন আনন্দ দেয়, তেমনি অবলীলায় আবেগে ভাসাতে পারে।