Hero-র সবচেয়ে সস্তার বাইক HF 100-এর নতুন মডেল এল বাজারে, দাম বাড়ল না কমল?

Hero MotoCorp তাদের সবথেকে সস্তা বাইক HF 100-এর নতুন আপডেটেড ভার্সন আনল বাজারে। ২০২৫ সালের HF 100 মডেলটি ২০২৪ সালের তুলনায় কিছু হালকা আপডেট পেয়েছে। এই বাইকের দাম নির্ধারণ করা হয়েছে ৬০,১১৮ টাকা (এক্স-শোরুম)। আগের মডেলের তুলনায় এই দাম ১,১০০ টাকা বেশি।

Advertisement
Hero-র সবচেয়ে সস্তার বাইক HF 100-এর নতুন মডেল এল বাজারে, দাম বাড়ল না কমল?

Hero MotoCorp তাদের সবথেকে সস্তা বাইক HF 100-এর নতুন আপডেটেড ভার্সন আনল বাজারে। ২০২৫ সালের HF 100 মডেলে আগের তুলনায় বেশ কিছু আপডেট রয়েছে। বাইকের দাম শুরু হচ্ছে ৬০,১১৮ টাকা (এক্স-শোরুম) থেকে। আগের মডেলের তুলনায় দাম ১,১০০ টাকা বেশি।

ভারতে কমিউটার বাইকের চাহিদা বরাবরই বেশি। দৈনন্দিন যাতায়াত, কম মেইনটেন্যান্স খরচ এবং ভালো মাইলেজ—এই সবকিছুর জন্যই কমিউটার সেগমেন্টে HF 100-এর মতো বাইকগুলির জনপ্রিয়তা বেশি। Hero HF 100-এর আপডেট ভার্সনে সেই জনপ্রিয়তা আরও বাড়িয়ে বলেই মনে করা হচ্ছে।

২০২৫ Hero HF 100: স্পেসিফিকেশন

দু'টি ডুয়াল-টোন রঙের অপশন পাবেন—ব্ল্যাক উইথ ব্লু গ্রাফিক্স এবং ব্ল্যাক উইথ রেড গ্রাফিক্স।  ৯৭.২ সিসির একটি এয়ার-কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন পাবেন। ৪-স্পিড গিয়ারবক্স।  ইঞ্জিনে ৮ বিএইচপি পাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক উঠবে বলে জানিয়েছে সংস্থা।
Hero HF 100 Launched - This Is Now The Most Affordable Hero Motorcycle in  India

সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কোনটি? নতুন আপডেটের পর এই বাইকের ইঞ্জিন OBD2B নর্মসের সঙ্গে কমপ্লায়েন্ট। অর্থাৎ, পরিবেশবান্ধব নিয়ম মেনে বাইকটি তৈরি করা হয়েছে। আগামিদিনে এই নিয়ম সরকারিভাবে বাধ্যতামূলক হতে চলেছে। ফলে আগেভাগেই এই আপডেট নিঃসন্দেহে Hero-র তরফে একটি বড় পদক্ষেপ।

বাইকের হার্ডওয়্যারে তেমন কোনও বড় পরিবর্তন হয়নি। আগের মতোই সামনের দিকে RSU টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে টুইন শকার আছে। দু’দিকেই ড্রাম ব্রেক এবং ১৮ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। অনেকেই জানেন না, এই HF 100 এর চ্যাসিস-ই কিন্তু Hero Splendor Plus এবং Passion Plus-এও ব্যবহার করা হয়।

বাকি ফিচার্স আগের মতোই থাকছে

বাইকের হেডলাইট, টেললাইট এবং ইন্ডিকেটর এখনও হ্যালোজেনের। LED আসেনি। অবশ্য LED দিতে গেলে নিঃসন্দেহে কয়েক হাজার টাকা দাম বেড়ে যেত। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও সম্পূর্ণ অ্যানালগ। সেখানেও কস্ট কাটিং হয়েছে। তবে অন্যান্য Hero বাইকের মতো HF 100-তেও XSense প্রযুক্তি পাবেন। সহজ ভাষায়, এতে ইঞ্জিন স্টার্ট/স্টপ ফিচার পাওয়া যাবে। এছাড়াও, সাইড স্ট্যান্ড ইঞ্জিন ইমোবিলাইজার ফিচারও রয়েছে। ফলে স্ট্যান্ড ফেলে গাড়ি চালানোর মতো বিপদ হবে না। এটা নিঃসন্দেহে একটু দামি বাইকের মতো ফিচার।

Advertisement

কম খরচে কমিউটিংয়ের জন্য বরাবরই HF 100 বেশ জনপ্রিয়। এবার OBD2B নর্মস সাপোর্ট, নতুন রঙের অপশন এবং Hero-র রিলায়েবিলিটিও থাকছে। নতুন কমিউটার বাইক কেনার পরিকল্পনা থাকলে ২০২৫-এর এই আপডেটেড ভার্সন নিঃসন্দেহে উইশলিস্টে রাখতে পারেন।

POST A COMMENT
Advertisement