বিহারের সমস্তিপুরের বাড়ি থেকে প্রায় ১০০ কিলমিটার দূরে পাটনার অ্যাকাডেমিতে রোজ যাতায়াত করা অসম্ভব। সেই কারণেই ছেলেকে নিয়ে একদিন অন্তর একদিন অ্যাকাডেমিতে আসতেন বাবা। ছেলেকে ক্রিকেটার বানাতে বিক্রি করেছেন জমিও। বাবার এই আত্মত্যাগ বদলে দেয় বৈভবকে। নেটে একটানা ৫০০ থেকে ৬০০ বল খেলতে থাকে ছোট্ট ছেলেটা।
Vaibhav Suryavanshi