বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া। কখন-কোথায় এই ম্য়াচের লাইভ সম্প্রচার আপনারা দেখতে পাবেন, সেই ব্যাপারেও আগে থেকে খোঁজখবর নিয়ে রাখুন।
কী কী ভাবে দেখতে পাবেন ম্যাচ?
ওটিটি প্ল্যাটফর্মে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা দেখতেই পারেন। কিন্তু, ফ্রি'তে কীভাবে দেখবেন এই ম্য়াচ, সেই তথ্যই আপনাদের দেব। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে, তা চলবে অগাস্ট অবধি। যদি আপনি টেলিভিশনের পর্দায় এই ম্য়াচের লাইভ সম্প্রচার দেখতে চান, তাহলে আপনাকে চোখ রাখতে হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। এখানে বেশ কয়েকটি চ্যানেলে বিভিন্ন ভাষায় আপনি এই ম্য়াচ উপভোগ করতে পারবেন।
ফ্রিতে দেখতে চাইলে?
জিও হটস্টারে ম্যাচের স্ট্রিমিং দেখা যাবে। তবে সেক্ষেত্রে টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু, যদি এই আর্থিক ঝামেলার হাত থেকে রেহাই পেতে চান, তাহলে আপনার উচিত ডিডি স্পোর্টস চ্যানেলে চোখ রাখা। কারণ ডিডি স্পোর্টসে এই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রত্যেকটা ম্য়াচের লাইভ সম্প্রচার করা হচ্ছে। এক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনও টাকা দিতে হবে না। তবে এজন্য অবশ্য আপনার বাড়িতে ফ্রি ডিশ কানেকশন থাকতে হবে। যদি আপনার বাড়িতে ফ্রি ডিশ কানেকশন না থাকে, তাহলে আপনি ম্য়াচ দেখতে পাবেন না। অর্থাৎ, ফ্রি'তে আপনি একমাত্র ডিডি স্পোর্টসেই এই ম্যাচ উপভোগ করতে পারবেন।
এই ম্যাচটা জিততেই হবে ভারতকে
সিরিজ নিজেদের দখলে রাখতে হলে দ্বিতীয় ম্যাচ থেকেই সমতা ফেরাতে হবে। বিদেশ সফর, তার উপর আবার অনভিজ্ঞ দল। পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে পড়া সমস্যায় ফেলেছে গৌতম গম্ভীরের দলকে। এজবাস্টন টেস্ট হাতছাড়া হলে, বাকি ৩ ম্যাচই জিততে হবে। সেটা বেশ কঠিন কাজ। তাই কাজটা একেবারেই কঠিন করতে নারাজ শুভমন গিলরা।