ভারতীয় দল দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া। লিডস টেস্টে হারের পর সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে দলে নেই জসপ্রীত বুমরা। তাঁর জায়াগায় দলে এসেছেন বাংলার আকাশদীপ। এজবাস্টনে ভারত এখন পর্যন্ত ৮টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে ৭ টিতে হেরেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। এজবাস্টনে প্রথমে বোলিং করা দলের একটি সুবিধা রয়েছে।
প্রথম দিনের খেলা শেষ
প্রথম দিনের শেষে ভালো জায়গায় টিম ইন্ডিয়া। দলের রান ৫ উইকেট হারিয়ে ৩১০।
Stumps on the opening day of the 2nd Test 🏟️#TeamIndia finish Day 1 with 310/5 on board 👌👌
— BCCI (@BCCI) July 2, 2025
Scorecard ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND pic.twitter.com/hzMC3Befky
আবারও শতরান গিলের
দ্বিতীয় টেস্টেও শতরান শুভমন গিলের।
HUNDRED in Headingley 💯
— BCCI (@BCCI) July 2, 2025
HUNDRED in Edgbaston 💯
Captain Shubman Gill gets his 7th Test Century 🤩
Updates ▶️ https://t.co/Oxhg97g4BF#TeamIndia | #ENGvIND | @ShubmanGill pic.twitter.com/tiMIKgi0k0
ব্যর্থ নীতিশও
১ রান করে আউট হলেন নীতিশ রেড্ডি। ৫ উইকেট হারাল ভারতীয় দল।
আউট পন্ত, বড় ধাক্কা ভারতের
২০৮ রানে ৪ উইকেট হারাল ভারতীয় দল। ৪২ বলে ২৫ রান করে আউট ঋষভ পন্ত।
২০০ পেরল ভারত
৩ উইকেট হারিয়ে ২০০ পেরল ভারত।
আউট জয়সওয়াল
৮৭ রান করে আউট যশস্বী জয়সওয়াল। ১৬১ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল। উইকেট তুলে নিলেন বেন স্টোকস।
১০০ পেরল ভারত
২ উইকেট হারালেও ১০০ পেরিয়ে গেল ভারতীয় দল। ভাল ছন্দে ক্যাপ্টেন গিল ও জয়সওয়াল।
আবার উইকেট হারাল ভারত
লাঞ্চের কিছু সময় আগে আউট হলেন করুণ নায়ার। শর্ট বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন এই ব্যাটার। ৯৫ রানে ২ উইকেট হারাল ভারতীয় দল।
হাফসেঞ্চুরি জয়সওয়ালের
চার মেরে ৫০ করে ফেললেন জয়সওয়াল। ৫৯ বলে হাফ সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। ১ উইকেটে ভারতের রান ৮৬।
ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত
রাহুল আউট হলেও ভাল ব্যাট করছেন করুণ নায়ার ও জয়সওয়াল। উইকেটে সেট হওয়ার চেষ্টায় দুই ব্যাটার।
উইকেট হারাল ভারত
শুরুতেই কেএল রাহুলের উইকেট হারাল ভারতীয় দল। ২ রান করে আউট কেএল রাহুল। মাত্র ১৫ রানের মাথায় প্রথম ধাক্কা খেল টিম ইন্ডিয়া।
টসে জিতেছে ইংল্যান্ড
ইংল্যান্ড দল টসে জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠিয়েছেন বেন স্টোকস।
রয়েছে বৃষ্টির সম্ভাবনা
কিন্তু গত কয়েক বছরে এজবাস্টনে স্পিনাররা খুব একটা সাহায্য পাননি। ২০২০ সাল থেকে, ইংল্যান্ডের সাতটি টেস্টে এমন ঘটনাই দেখা গিয়েছে। এখানে ফাস্ট বোলাররা গড়ে ৩০ রান করে উইকেট পেয়েছেন, যেখানে স্পিনারদের উইকেটের জন্য ৪৪.৪৫ রান ব্যয় করতে হয়েছে। আবহাওয়ার কথা বলতে গেলে, চতুর্থ এবং পঞ্চম দিনে বার্মিংহামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এজবাস্টনে পিচ রিপোর্ট
গত ১০টি টেস্ট ম্যাচে, এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ৩৩৪ রান। শেষবার যখন ভারত এখানে খেলেছিল (২০২২ সালে), ইংল্যান্ড সহজেই ৩৭৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে পেরেছিল। শেষ চারটি টেস্ট ম্যাচে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জিতেছে। অর্থাৎ, এখানে তাড়া করা সহজ বলে মনে করা হচ্ছে।
টেস্টের জন্য ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।
এজবাস্টনে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।