Muharram 2025 Date: আরবী শব্দ 'মুহররম'-র অর্থ হল পবিত্র। মহাগ্রন্থ আল কোরানে পবিত্র মাস হিসেবে উল্লেখ আছে মহরম মাসের। মহরমের ১০ তারিখটি বিশেষ মর্যাদাসম্পন্ন দিন, যাকে বলা হয় আশুরা।
Janmashtami Puja: হিন্দুদের বারো মাসে তের পার্বণ। এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানা ভাবে উদযাপন করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম তিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী।
Vastu Rules: কথিত আছে যে, বাড়িতে তৈরি মন্দির যদি বাস্তুর বিপরীত হয়, তবে পুজো করার সময় মন একাগ্র হতে পারে না এবং পুজো করে কোনও লাভ হয় না। জানুন ঘরে ঈশ্বরের ছবি রাখার সময় কোন বিষয়গুলি মনে রাখা উচিত।
Rakhi Purnima Date: মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের।
প্রাচীনকাল থেকে মহরম, ইসলাম ধর্মের মানুষদের কাছে পবিত্র হিসাবে গণ্য করা হয়। মহরমের মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন ইসলাম ধর্মাবলম্বীরা।
Sawan 2025: বাংলা পঞ্জিকা অনুসারে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করলে আষাঢ় মাস শুরু হয়। সূর্য ১৫ জুন মিথুন রাশিতে গিয়েছে। আর ১৬ জুন থেকে শুরু হয়ে গিয়েছে আষাঢ় মাস। আষাঢ়, শ্রাবণ - এই দুই মাস জুড়েই বর্ষাকাল। সূর্য কর্কট রাশিতে গেলে শ্রাবণ শুরু হয়।
Puri Rathyatra Chaos: বড় সংখ্যায় লোকেরা রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে পড়ে। যার ফলে রথ সামনের দিকে আর টেনে নিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়ে। নিরাপত্তা এজেন্সিগুলি সূত্রে জানা গিয়েছে, আশাতীত ভিড় জমা হয়ে যায় ওইখানে। যা অনুমান করা হয়েছিল সংখ্যা ছিল তার কয়েক গুণ। সেটিকে তৎক্ষণাৎ ওইখানে ম্যানেজ করা অসম্ভব হয়ে ওঠে।
শুক্রবার দিঘায় আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মঙ্গলারতি করলেন। তারপর নারকেল ফাটিয়ে রথযাত্রার সূচনা করেন। সোনার ঝাঁটা দিয়ে ঝাঁটও দেন মমতা।
Puri Rathyatra Festival 2025: কোনও ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি। জগন্নথধাম পুরী ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনি।
স্নানযাত্রার পর ১৫ দিন অনসরে ছিলেন জগন্নাথদেব। অনসর পর্বের পর বৃহস্পতিবার থেকে খুলে গেল দিঘার জগন্নাথ মন্দিরের কপাট। সকালে হল নেত্র উৎসব। সকাল থেকেই সাজো সাজো রব দিঘার জগন্নাথ মন্দিরে। ধুমধাম করে চলে পুজো। শুক্রবার রথযাত্রা। দিঘাতেও তৈরি রথ। রথযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Rathyatra 2025 Puja Timing: রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে। এছাড়াও যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথদেব আছেন, সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব।