বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। ULLU, ALTT, DesiFlix সহ সব সফট পর্ন OTT নিষিদ্ধ করে দেওয়া হল। এই OTT প্ল্যাটফর্মগুলি সম্পর্কে বিস্তর অভিযোগ জমা পড়েছিল ইলেকট্রনিক এবং ইনফরমেশন মন্ত্রকে। নাবালক গ্রাহকদের কাছে সহজে যৌনগন্ধিসুলভ কনটেন্ট পৌঁছে দেওয়ার প্রবণতার কারণেই নিষিদ্ধ করা হল এগুলি।
'পঞ্চায়েত' খ্যাত অভিনেতা আসিফ খানের হার্ট অ্যাটাক। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই ইনস্টা পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেছেন। এখন কেমন আছেন অভিনেতা?