India র সঙ্গে বিরাট বড় বাণিজ্যক চুক্তি করতে চলেছে আমেরিকা। বৃহস্পতিবার, ২৬ জুন White House এ প্রেস ব্রিফিং-এ এমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট Donald Trump। তিনি জানান, China র সঙ্গে একটি চুক্তি করেছে America। এরপরই আসে ভারতের প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শীঘ্রই ভারতের সঙ্গে বড়সড় চুক্তি করা হবে। বিগ বিউটিফুল বিল কর্মসূচিতে এই মন্তব্য করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, সকলেই চুক্তি করতে চান। চিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি। আমরা দারুণ সব চুক্তি করছি। এবার হয়তো, ভারতের সঙ্গে হবে। খুব বড় একটা চুক্তি। আমরা সব দেশের সঙ্গে চুক্তি করব না। আমরা কিছু দুর্দান্ত চুক্তি করছি। আমরা আরও একটি চুক্তি করতে যাচ্ছি যেখানে আমরা ভারতের জন্য দরজা খুলে দেব। Iran Israel War র পর ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। তিনি ঠিক কী বলেছেন এক ঝলকে শুনুন।
America is set to make a major trade deal with India