রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সামনেই মুখোমুখি তৃণমূলের দুই গোষ্ঠী। কালো পতাকা হাতে বিক্ষোভ দেখালেন একপক্ষের তৃণমূল সমর্থকরা। তাঁরা জানালেন, গত ৫ বছরে সিদ্দিকুল্লার দেখা মেলেনি এখানে। সিদ্দিকুল্লা বলেন,'মন্তেশ্বরে আড়াই লক্ষ ভোটার। এরা একশোজন-দুশোজন আর তাদের পরিবার- এতে কিছু হবে না। স্রোতে ভেসে যাবে। এক ব্যক্তি গুন্ডা পুষে রেখে দিয়েছেন'।