মুর্শিদাবাদের জাফরাবাদে পিতা ও পুত্রকে খুনের ঘটনায় গ্রেফতার ২। তাদের বাড়ি জাফরাবাদে। পুলিশের দাবি, ধৃতদের নাম কালু ও দিলদার। হরগোবিন্দ দাস(৭৪) ও চন্দন দাসের(৪০) মৃত্যুর পর থেকে তারা ফেরার ছিল। একজনকে বীরভূম ও অপরজনকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারি নিয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।