Bangladesh র Hasina Government পতনের পর নতুন করে অস্থির পরিস্থিতি তৈরি হওয়াতে International Trade সীমান্তে অনেকটাই প্রভাব পড়েছিল। এরপর Kashmir র Pahalgam এ জিহাদি হামলার পর আবারও নতুন করে Malda র India - Bangladesh আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে অনেকেই আতঙ্কে রয়েছেন। মালদহের মহদিপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, মালদহের ভারত - বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় 400 থেকে 450 পণ্যবাহী লরি ওপারে যায়। কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে ৩০০ থেকে ৩৫০ লরি প্রতিদিন যাতায়াত করে। আর কাশ্মীরের জিহাদি হামলার পর এখন অনেকেই বাংলাদেশেও পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না। তবে Kashmir ইস্যুতে মালদহের ভারত - বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়া সম্ভাবনা রয়েছে। তবে আমরা চাই বৈদেশিক মুদ্রা আমদানির ক্ষেত্রে যাতে সরকারের কোনও ক্ষতি না হয় সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হোক।
Impact on India-Bangladesh trade after tensions