Advertisement

Birbhum News: পুকুরে স্নান করলেই কমছে বাতের ব্যথা! বীরভূমে 'আশ্চর্য' পুকুরে মানুষের ঢল

আপনার কী গায়ে ব্যাথা, কোমড়ে ব্যাথা, হাঁটুতে ব্যাথা নাকি ঘারে ব্যাথা? আপনি কী ব্যাথার সমস্যায় জর্জরিত? তাহলে অনেক ওষুধপত্র খেয়েছেন, ডাক্তারও দেখিয়েছেন নিশ্চয়ই? তাতেও কি ব্যাথা দূর হয়নি? আজ আপনাদের এমন এক অলৌকিক ঘটনার বিষয়ে জানাব যা জানলে পরে আপনারা আকাশ থেকে পড়তে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটি পুকুরে স্নান করে নাকি কমে যাচ্ছে বাতের ব্যথা। এলাকাবাসীরা বলছেন, বছরের পর বছর ধরে এই জলেই ডুর দিয়ে স্নান করে মিলছে আরাম। কিন্তু কী আছে এই পুকুরের জলে, যে স্নান করলেই ব্যাথা দূর হয়ে যাচ্ছে?

Advertisement