বৈশাখের মাঝামাঝিতে এসে বদলে গেল আবহাওয়া। গরমের দহনজ্বালা কাটিয়ে ঠান্ডা মনোরম হাওয়া। ঝড়বৃষ্টিতে অনেকটাই নামল পারদ। তবে এই শেষ নয়। সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আপাতত বৃষ্টিপাত চলবে। রাজ্যজুড়ে ঝড়-জল-বৃষ্টিপাতের সতর্কতা আছে।
২৯ তারিখ অর্থাৎ আজ মঙ্গলবার রাজ্যের প্রতিটি জেলায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করেছে মৌসম ভবন।
দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি
আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহ জুড়ে রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী ৭ দিন কোথাও কোনও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আবহাওয়া মনোরম থাকবে। আজ দিনভর মেঘলা আবহাওয়া থাকবে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে ওইসব এলাকায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সেই সঙ্গে বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে দুই দিনাজপুর, মালদা সর্বত্র ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজকের তাপমাত্রা
আজ থেকে কলকাতার তাপমাত্রা অনেকটাই কম থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।