ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের(TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। মালদায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় প্রবীণ তৃণমূল বিধায়ককে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন দলেরই মুখপাত্র। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার মালদায় একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল। সেই সভাতেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। রতুয়ার বর্ষীয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্য বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু। ভিডিওতে দেখা যাচ্ছে, চেয়ার থেকে উঠে এসে আশিস কুণ্ডু আঙুল উঁচিয়ে সমর মুখোপাধ্যায়কে উদ্দেশে বলছেন, 'আঙুল নামিয়ে কথা বলুন। থাবড়ে সোজা করে দেব।'
এই দৃশ্য দেখে হতবাক তৃণমূল কর্মী-সমর্থকরাও। ভরা সভায় এমন ঘটনা দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনা নিয়ে আশিস কুণ্ডুকে প্রশ্ন করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেন, 'আমার কাছে দল বলতে একজনই নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। আর একজন নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়।' তিনি আর কোনও মন্তব্য করেননি।
ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু। তিনি বলেন, 'একজন প্রবীণ বিধায়ক, যাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শ্রদ্ধা করেন, তাঁকে প্রকাশ্যে এই ধরনের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা কোনওভাবেই বরদাস্ত করা যায় না।'
তবে ভাইরাল ভিডিও ঘিরে আসরে নেমেছে বিজেপি। দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'এটাই তৃণমূলের সংস্কৃতি।' গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের দলীয় সভাতেই নিজেদের নেতাদের এমনভাবে হুমকি দেওয়া হয়। দলের ভিতরে কোনও শৃঙ্খলা নেই।
তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যায় বিরোধীরা যে আরও বেশি করে আক্রমণের সুযোগ পাবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, দল এই ঘটনার কী ব্যাখ্যা দেয় এবং আশিস কুণ্ডুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কি না।
সংবাদদাতা: মিল্টন পাল