'আরজি কর করে দেব,' পাঁশকুড়ার সেই আত্মঘাতী বালকের মাকে হুমকি, গুরুতর অভিযোগ

পাঁশকুড়ার আত্মঘাতী নাবালকের পরিবারকে মামলা তুলতে হুমকি দেওয়ার অভিযোগ। পুলিশের হোমগার্ড পুলক গোস্বামী-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাঁশকুড়া থানায়। আত্মঘাতী ছাত্রের মা এই অভিযোগ দায়ের করেছেন। 

Advertisement
'আরজি কর করে দেব,' পাঁশকুড়ার সেই আত্মঘাতী বালকের মাকে হুমকি, গুরুতর অভিযোগ'আরজি কর করে দেব,' পাঁশকুড়ার সেই আত্মঘাতী বালকের মাকে হুমকি, গুরুতর অভিযোগ
হাইলাইটস
  • মে মাসে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় মর্মান্তিক ঘটনা ঘটেছিল
  • বিষ খেয়ে 'আত্মঘাতী' হয় সপ্তম শ্রেণির এক পড়ুয়া

পাঁশকুড়ার আত্মঘাতী নাবালকের পরিবারকে মামলা তুলতে হুমকি দেওয়ার অভিযোগ। পুলিশের হোমগার্ড পুলক গোস্বামী-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাঁশকুড়া থানায়। আত্মঘাতী ছাত্রের মা এই অভিযোগ দায়ের করেছেন। নিহত ছাত্রের মায়ের দাবি, বাড়ি এসে তাঁকে খুনের হুমকি দিয়েছেন পুলক গোস্বামী ও তাঁর পরিবার। এছাড়াও নাবালিকা মেয়েকে 'আরজি কর করে দেব' বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মহিলা।

মে মাসে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় মর্মান্তিক ঘটনা ঘটেছিল। চিপস চুরির অভিযোগ। আর সেই অভিযোগ সামলাতে না পেরেই বিষ খেয়ে 'আত্মঘাতী' হয় সপ্তম শ্রেণির এক পড়ুয়া। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এই ঘটনায় আলোড়ন পড়ে যায়। আত্মঘাতী হওয়ার আগে চিরকুটে নোট লিখে যায়। এই ঘটনায় এক দোকান মালিক তথা সিভিক ভলান্টিয়ারের শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ ওঠে। চিপস চুরির অভিযোগে সিভিক ভলান্টিয়ার ওই কিশোরকে শাস্তি দেওয়াতেই নাকি অপমানে আত্মঘাতী হয়েছে সে, এই অভিযোগই ওঠে। পরে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়।

অভিযোগ, তমলুক পুলিশ লাইনে কর্মরত হোমগার্ড পুলক গোস্বামী সিভিকের বিরুদ্ধে কেস তুলে নেওয়ার মৃত নাবালকের পরিবারের ওপরে চাপ সৃষ্টি করছিল। কেস তুলতে রাজি না হওয়ায় নাবালকের মা সুমিত্রা দাসকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এছাড়াও, ছেলের মতো মেয়ের অবস্থাও একই করে দেবে, আরজি করের মতো অবস্থা করে দেবে, সুমিত্রাদেবীকে এমন হুমকিও পুলক দেন বলে অভিযোগ।

এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পাঁশকুড়া থানায় গিয়ে পুলক গোস্বামী সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুমিত্রা দাস। পাঁশকুড়া থানা পুলিশ সূত্রে খবর, অভিযোগ আসার পরেই তদন্ত শুরু হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হোমগার্ড।

POST A COMMENT
Advertisement