পহেলগাঁওয়ের বৈসারন ভ্যালিতে ঘটে গিয়েছে মর্মান্তিক জঙ্গি হামলার ঘটনা। জানে শেষ হয়ে গিয়েছে ২৬ জন নিরীহ পর্যটক। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাতের দাবি উঠেছে দেশের সাধারণ মানুষের তরফে। ঘটনার প্রতিবাদে নিন্দা জানিয়ে ধর্মত্যাগের সিদ্ধান্ত নিলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক শিক্ষক।
বসিরহাটের বাদুড়িয়া পৌর এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক সাবির হোসেন। তিনি স্বরূপনগর ব্লকের নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষক। বৃহস্পতিবার, বিকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাবির হোসেন নামক ওই শিক্ষক একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলছেন, "পাহেলগামের ঘটনার প্রতিবাদ জানিয়ে আমি আমার ইসলাম ধর্ম ত্যাগ করছি। এবং আমি মনে করি এইরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসা উচিত।" ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।
এনিয়ে বিশাল তোলপাড় শুরু হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, "এই সিদ্ধান্ত আমার সম্পূর্ণ নিজস্ব ও ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও চাপে পড়ে এই ধরনের সিদ্ধান্ত আমি নিইনি। বিগত বেশ কিছু বছর ধরে আমি দেখেছি যে সমস্ত জঙ্গি কার্যকলাপ গুলি দেশে হয়েছে,তার মধ্যে একটি বিশেষ সম্প্রদায়ের ভূমিকা সর্বাত্মক থাকে। তারই প্রতিবাদে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে ধর্মহীন বলে ঘোষিত করার ইচ্ছা রয়েছে।"