Darjeeling Toy Train Accident: ফের দুর্ঘটনার কবলে পড়ল টয়ট্রেন। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা যাত্রী ও পর্যটকদের মধ্যে। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। তবে ঘটনায় ফের একবার টয়ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে পড়ল টয়ট্রেন। বারবার এই ঘটনায় কেন ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের তরফ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি।
ফের দার্জিলিংয়ে (Darjeeling) দুর্ঘটনাগ্রস্ত টয়ট্রেন (Toy Train Accident)। একটি যাত্রীবোঝাই গাড়ি টয়ট্রেনের লাইনের উপর চলে আসায় সংঘর্ষ হয়। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে টয়ট্রেনটি ঘুম থেকে দার্জিলিং ফিরছিল। পথে দার্জিলিং স্টেশন থেকে ৪ কিমি দূরে ডালি এলাকায় মেরি ভিলার কাছে দুর্ঘটনাটি (Accident) ঘটে।
এর আগে একাধিকবার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে টয়ট্রেন। গত ২৫ এপ্রিলই শিলিগুড়ি থেকে তিনধারিয়া যাওয়ার পথে সুকনার কাছে উলটে যায় টয়ট্রেনের একটি ইঞ্জিন। চালক ও সহকারী চালক সামান্য আহত হন। এছাড়াও একাধিকবার টয়ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু গাড়ি নিয়ম না মেনে টয়ট্রেনের লাইনের উপর উঠে আসছে বা একদম গা ঘেঁষে চলাচল করছে। যার জেরে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন হওয়ার আর্জি জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ।