Malda Student Death Hostel: মানিকচকের একটি বেসরকারি স্কুলের হস্টেল থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। মৃত ছাত্রের নাম শ্রীকান্ত মণ্ডল (১৩)। ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লক অফিস সংলগ্ন এলাকার প্রায় দশ বছরের পুরোনো একটি বেসরকারি স্কুলে, যেখানে বর্তমানে ৮০ জন ছাত্র হস্টেলে থাকে।
মৃতের পরিবারের অভিযোগ, দুই দিন আগে রাতে প্রার্থনার সময় সিটি বাজানোর অভিযোগ তুলে ওই ছাত্রের উপর পাশবিক নির্যাতন চালানো হয়। পরিবারের দাবি, স্কুলেরই এক শিক্ষকের মারে মৃত্যু হয়েছে শ্রীকান্তের। আর সেটিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা সাজাতে চাইছে স্কুল কর্তৃপক্ষ।
বুধবার রাতের এই ঘটনার পর বৃহস্পতিবার পরিবারের তরফে মানিকচক থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, শিক্ষক ও পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ চলছে। শ্রীকান্তের বাড়ি স্কুল থেকে ১০ কিলোমিটার দূরে মানিকচক থানার যোগীটোলা এলাকায়। তাঁর মামা প্রবীর মণ্ডল বলেন, “বুধবার রাত দশটা নাগাদ স্কুল থেকে ফোন করে জানানো হয়, ভাগ্নে হঠাৎ অসুস্থ হয়েছে। কিছুক্ষণ পরেই জানানো হয়, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে।”
প্রবীরবাবুর দাবি, কয়েকদিন আগে প্রার্থনার সময় সিটি বাজানোর অভিযোগে শাস্তিস্বরূপ দু’দিন ধরে ছাত্রটিকে মারধর করা হচ্ছিল। মৃতের কাকা রনি মণ্ডল প্রশ্ন তোলেন, “একেকটি ঘরে ১০–১২ জন ছাত্র থাকে, তাও কীভাবে ফাঁস দিয়ে আত্মহত্যা সম্ভব?”
স্কুলের এক শিক্ষিকা লক্ষ্মীরানি সরকার জানান, “দু’দিন আগে প্রার্থনার সময় ওই ছাত্রটি চিৎকার করেছিল বলে একজন শিক্ষক ওকে বকাবকি করেন। কিন্তু কোনওরকম শারীরিক নির্যাতন চালানো হয়নি।” মানিকচক থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।