DA Hike: সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪% ডিএ বাড়তে পারে, কবে ঘোষণা?

বড়সড় উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শীঘ্রই ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে সরকার। জুলাই থেকেই ডিএ বাড়ানো হতে পারে বলে খবর।  সূত্র মারফৎ জানা গিয়েছে, কেন্দ্রীয় কর্মীদের ডিএ ও ডিআর (মহার্ঘ ত্রাণ) ৫৮ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।

Advertisement
সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪% ডিএ বাড়তে পারে, কবে ঘোষণা?ফাইল চিত্র।
হাইলাইটস
  • বড়সড় উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
  • শীঘ্রই ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে সরকার।
  • জুলাই থেকেই ডিএ বাড়ানো হতে পারে বলে খবর।

বড়সড় উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শীঘ্রই ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে সরকার। জুলাই থেকেই ডিএ বাড়ানো হতে পারে বলে খবর।  সূত্র মারফৎ জানা গিয়েছে, কেন্দ্রীয় কর্মীদের ডিএ ও ডিআর (মহার্ঘ ত্রাণ) ৫৮ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। অগাস্টেই যার ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। যার জেরে বিরাট স্বস্তি পেতে পারেন সরকারি কর্মীরা। 

ডিএ কতটা বাড়তে পারে?

২০২৫ সালের মে মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW) ০.৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪৪। মার্চ থেকে মে পর্যন্ত টানা ৩ মাস এই সূচক বৃদ্ধি পেয়েছে। মার্চে এই সূচক ছিল ১৪৩, এপ্রিলে ১৪৩.৫। মে মাসে ১৪৪। এই ট্রেন্ড অনুযায়ী মনে করা হচ্ছে, ৩-৪ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে। 

বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের জন্য মহার্ঘ্য ভাতা ৫৫%। জুন মাসের AICPI-IW তথ্যের উপর নির্ভর করবে ঠিক কতটা ডিএ বাড়ানো হবে। এই তথ্য অগাস্টে প্রকাশ করা হবে। যদি ৩% বৃদ্ধি হয়, তাহলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৫৮% বৃদ্ধি পাবে। অন্যদিকে, ডিএ ৪% বৃদ্ধি করলে তা ৫৯% বাড়বে।
কবে ঘোষণা করা হবে?

জুন মাসের CPI-IW-এর ডেটা জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরুতে আসবে। ফলে ওই তথ্য এলে তার উপর ভিত্তি করে ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জুলাই মাস থেকে এই বর্ধিত ভাতা যোগ করা হবে। মনে করা হচ্ছে, অষ্টম বেতন কমিশন ২০২৭ সালের মধ্যে কার্যকর করা সম্ভব হবে। 
 

POST A COMMENT
Advertisement