মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের বড়সড় স্বস্তি দিল মোদী সরকার। জানা গিয়েছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) স্ল্যাবের ঢালাও পরিবর্তন করতে চলেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর GST কমিয়ে দেওয়া হতে পারে। ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে GST করা হতে পারে কিছু কিছু জিনিসের দামের উপর। অথবা ১২ শতাংশ GST স্ল্যাবই তুল নেওয়া হতে পারে।
সাধারণ মানুষের ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলির উপরই মূলত এই ১২ শতাংশ GST লাগু হয়। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারেই এই জিনিসগুলি নিয়মিত ব্যবহার করা হয়।
এই নিত্যব্যবহার্য জিনিসগুলিকে ৫ শতাংশ ট্যাক্স স্ল্যাবের আওতায় নিয়ে আসার সম্ভাবনা। গ্রাহকদের দুর্ভোগ ঘুচিয়ে সেই জিনিসগুলির দাম কমানো হতে পারে। অথবা মোদী সরকার GST-র ১২ শতাংশ স্ল্যাবটিই তুলে দিতে পারে।
GST কাউন্সিলের ৫৬তম বৈঠকে জিনিসপত্রের দাম কমানো নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। প্রোটোকল অনুযায়ী, কাউন্সিলের বৈঠক ডাকার জন্য ন্যূনতম ১৫ দিনের সময় দেওয়া হয়। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে এই বৈঠক বসতে পারে।
জিনিসপত্রের দাম কমানোর সিদ্ধান্ত রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকেই তাৎপর্যপূর্ণ হতে পারে। বিশেষ করে বিহার এবং বাংলায় পরের বছর রয়েচে বিধানসভা নির্বাচন। এই দাম কমানোর পদক্ষেপ কেন্দ্রের শাসকদলকে দুই রাজ্যে ফায়দা দিতে পারে। মধ্যবিত্ত পরিবারগুলির মাথার উপর থেকে নিত্যপ্রয়োজনীয় বস্তুর দামের বোঝা নেমে গেলে অনেকটাই স্বস্তি পাবে তারা।
GST কাউন্সিলে থাকেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বাকি রাজ্যের অর্থমন্ত্রীরাও। ট্যাক্স রেটে কোনও পরিবর্তন হলে এই কাউন্সিল বৈঠকেই তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
GST স্ল্যাবে পরিবর্তন ঘটিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর প্রস্তাব যদি কাউন্সিল বৈঠকে পাশ হয় তবে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হবে বলেই মনে করছে রাজনৈতিক এবং বাণিজ্যমহল।
২০১৭ সাল প্রথম ইনডিরেক্ট ট্যাক্স সিস্টেম লাগু হয় দেশে। তারপর GST স্ল্যাবে পরিবর্তনের ফলে জিনিসপত্রের দাম কমানোর এই প্রস্তাবকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, নিত্যপ্রয়োজনীয় ঘি, সাবান এবং মুখোরোচক খাবারের ইটেমের দাম কমে যেতে পারে মোদী সরকারের এই সিদ্ধান্তে। ফলে স্বস্তি পাবে মধ্য ও নিম্ন মধ্যবিত্তরা।
জুতো, চপ্পল, মিষ্টি, পোশাক, সাবান, টুথপেস্ট এবং দুগ্ধজাত পণ্যের মতো অনেক জিনিস সস্তা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সরকারের এই সিদ্ধান্তে। টুথপেস্ট, ছাতা, সেলাই মেশিন, প্রেসার কুকার, রান্নার বাসন, ইলেকট্রিক ইস্ত্রি, গিজ়ার, রেডিমেড পোশাক, সাইকেলে GST-র হার ১২ শতাংশ থেকে কমে হতে পারে ৫ শতাংশ। সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও এ নিয়ে GST কাউন্সিলের তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তবে এই সিদ্ধান্তে বাস্তবায়িত হলে দেশের বড় অংশের মানুষ উপকৃত হবেন বলে আশা বিশেষজ্ঞদের।
গত বছরের মার্চ মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও বলেছিলেন, GST হার আরও কমবে। তারপর থেকে GST ট্যাক্স স্ল্যাবে পরিবর্তনের প্রত্যাশা ছিল। এখন সূত্র অনুসারে, পরবর্তী কাউন্সিল সভায় এই বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।