Advertisement

Bihar Police New Rule: ডিউটির সময় কোনও গয়না পরা মেকআপ করা যাবে না! মহিলা পুলিশকে সরাসরি নির্দেশ

অন ডিউটি অবস্থায় কোনও গয়না-মেকআপ করা যাবে না। মহিলা পুলিশকর্মীরা জন্য নয়া নিয়ম চালু করল রাজ্য সরকার। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা বজায় রাখতেই কঠোর নিয়ম আনা হয়েছে। দাঁড়ান দাঁড়ান, এখানেই শেষ নয়। পুলিশ ড্রেস পরে কোনও রিলস বানাতে পারবে না। এইসমস্ত ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর কেউ যদি এই নির্দেশের অমান্য করে তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর নিয়ম।

New rules for women police officers on duty

TAGS:
Advertisement