Ketu Gochar Rashifal 2025: মে মাস জুড়ে কেতুর দাপট, এক ধাক্কায় ফুলে-ফেঁপে উঠবে তিন রাশি

Ketu Gochar Rashifal 2025: ১৮ মাস অন্তর অন্তর এই গ্রহ এক ঘর থেকে অন্য ঘরে প্রবেশ করে। কেতু মে মাসের ১৮ তারিখে ৪টে ৩০ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। আবার উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। মে মাসে কেতু দুবার গোচর করবে। কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে।

Advertisement
মে মাস জুড়ে কেতুর দাপট, এক ধাক্কায় ফুলে-ফেঁপে উঠবে তিন রাশিমে মাস জুড়ে কেতুর দাপট, এক ধাক্কায় ফুলে-ফেঁপে উঠবে তিন রাশি

Ketu Gochar Rashifal 2025: মে মাসে একাধিক রাশির জাতক-জাতিকার জন্য আশীর্বাদ ও ভাগ্যের প্রবাহ বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে কয়েকটি রাশির জন্য অর্থ, সাফল্য, এবং শোক-সমৃদ্ধি আসবে। এই মাসে রাশির পরিবর্তন এবং পুরোনো পরিস্থিতির পরিবর্তন হতে পারে, যা অনেকের জীবনে সুখ, শান্তি এবং ধনসম্পদ নিয়ে আসবে।

১৮ মাস অন্তর অন্তর এই গ্রহ এক ঘর থেকে অন্য ঘরে প্রবেশ করে। কেতু মে মাসের ১৮ তারিখে ৪টে ৩০ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। আবার উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। মে মাসে কেতু দুবার গোচর করবে। কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কিছু রাশির ব্যক্তিদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। তবে দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন । পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। এসময় শরীরের দিকে বিশেষ যত্ন নিন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বাড়িতে কোনও বয়স্ক ব্যক্তি থাকলেও তার শরীরের দিকে যত্ন নিন। আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দিন। আপনি আপনার কাজে ভাগ্যের সমর্থন পেতে শুরু করবেন। এসময় পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। আর্থিকদিকে লাভ হবে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে আপনার।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের উপর কেতু গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। স্ত্রীর সঙ্গে যে মতবিরোধ ছিল তাও কাটিয়ে উঠতে পারবেন। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। কর্মজীবন ও ব্যবসায় বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। শরীর খারাপ থাকবে না আপনার। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এই সময়ে চাকরি পরিবর্তনের কথা ভাববেন না। এই সময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের ওপর কেতু গোচরের বিশেষ প্রভাব পড়বে। চাকরিজীবীরা জীবনে এগিয়ে যেতে পারবেন। আর্থিকদিকেও লাভ হবে। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনেও আপনি সুখী হবেন। ইলেকট্রনিক্সের ব্যবসা যারা করছেন তাঁদের জন্য খুব শুভ সময়। যারা চাকরিতে যুক্ত আছেন, তাদের পদোন্নতি নিশ্চিত। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না।

 

POST A COMMENT
Advertisement