রাজ্য সভাপতি হয়েই বিজেপির মধ্যে আদি-নব্য বিবাদ নিয়ে মুখ খুললেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন,'নতুন মানুষ দলে না এলে, দল বাড়বে না। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করতে পারব না। তেমনই জমানত জব্দ হবে জেনেও যাঁরা পতাকা তুলে রেখেছিলেন, তাদের জন্য বিজেপি এই জায়গায়'।