JOKES: ক্লাসে ছাত্ররা ঘুমোয় যে কারণে, জানলে খুব হাসবেন কিন্তু!

Jokes: চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, হাসি আমাদের শরীরকে রিল্যাক্স মোডে রাখে। হাসি একটি প্রাকৃতিক ব্যায়াম। আমরা হাসলে আমাদের পেশীর ব্যায়াম হয়। সেজন্যই সবার জন্য হাসতে থাকা দরকার।

Advertisement
JOKES: ক্লাসে ছাত্ররা ঘুমোয় যে কারণে, জানলে খুব হাসবেন কিন্তু!Jokes

Jokes In Bengali: হাসলে  ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না।  খিলখিল করে হাসা হল সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> শিক্ষক প্রতিদিনই খেয়াল করছেন মন্টি ক্লাসে ঘুমোয়। একদিন মন্টিকে ধমক দিয়ে বললেন—
শিক্ষক: এই! ক্লাসে ঘুমোচ্ছ কেন?
মন্টি: স্যার, আপনার কণ্ঠস্বর এতই মধুর, শুনলেই আমার ঘুম এসে যায়!
শিক্ষক: তো বাকিরা কেউ ঘুমোচ্ছে না কেন?
মন্টি: কারণ, ওরা আপনার কথা শুনছে না!

>এ ক রোগী চিকিৎসকের ঘরে ঢুকেই বললেন, ‘ডাক্তারবাবু, কোনো কিছু খাওয়ার পর আমার আর কিছুতেই খিদে পায় না। বেশ সমস্যায় পড়েছি এ নিয়ে। একটু চেক করে দেখুন তো।’
এ কথা শুনে চিকিৎসক বললেন, ‘হুম, আপনার অবস্থা তো দেখছি খুবই খারাপ।’
এ কথা বলে চিকিৎসক প্রেসক্রিপশনে কিছু ওষুধের নামসহ লিখে দিলেন, ‘প্রতিদিন একটা ওষুধ ঘুমনোর পর খাবেন, আর একটা খাবেন ঘুম ভাঙার আগে।’

> আগ্নেয়গিরির ছবি তুলবেন বলে একটা বিমান ভাড়া করলেন একজন আলোকচিত্রী। বিমান আকাশে ওড়ার সময় আলোকচিত্রী বলছেন পাইলটকে, ‘ডানে যান… বাঁয়ে যান… হুঁ, এবার আগ্নেয়গিরিটার খুব সামনে থেকে ঘুরে আসুন।’
পাইলট: কেন?
আলোকচিত্রী: কারণ আমি একজন আলোকচিত্রী, আমি আগ্নেয়গিরির ছবি তুলব।
পাইলট: তার মানে আপনি আমার সেই প্রশিক্ষক নন, যাঁর আজ আমাকে বিমান অবতরণ করা শেখানোর কথা!

>একটা ছেলে আর একটা মেয়ে হোটেলে খেতে গেল। 
ওয়েটার- কি নেবেন? 
ছেলে - ওই লঙ্কা দেওয়া ঘেভার নিয়ে এসো 
ওয়েটার - অবাক হয়ে.... কী? 
মেয়ে- এই পাগলটা পিজ্জা চাইছে। 

> বউ- কোথায় তুমি? 
স্বামী- স্কুটার থেকে পড়ে গেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে যাচ্ছি। 
বউ- খেয়াল রেখো, টিফিন বক্স যেন বাঁকা হয়ে না যায়, নইলে  ডাল পড়ে যাবে।

> রাজু পাহাড়ে প্যারাসুট বিক্রি করছিল 
এক খদ্দের - প্যারাসুট না খুললে কী হবে? 
রাজু- তাহলে আপনার সব টাকা ফেরত।

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

POST A COMMENT
Advertisement