ফ্যাক্ট চেক: নব-নির্বাচিত BJP রাজ্য সভাপতি শমীকের এডিটেড ভিডিও ছড়িয়ে ভুয়ো দাবি 

আজতক ফ্যাক্ট চেক করে দেখেছে যে ভিডিওটি সম্পাদিত এবং সংলাপ কেটে নানা অংশ বিভ্রান্তিকরভাবে জুড়ে দেওয়া হয়েছে। 

Advertisement
ফ্যাক্ট চেক: নব-নির্বাচিত BJP রাজ্য সভাপতি শমীকের এডিটেড ভিডিও ছড়িয়ে ভুয়ো দাবি 

একাই মনোনয়ন দাখিল করে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন শমীক ভট্টাচার্য। আর এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যে ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্যের মানুষ বিসর্জন দেবে। 

এই ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প। বিজেপি বিসর্জন দেবে।" ভিডিওটি পোস্ট করে সঙ্গে লেখা হয়েছে, "শমীক ভট্টাচার্য বলছেন BJP কে মানুষ 2026 বিসর্জন দেবে ।"

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি প্রায় সাড়ে চারশো বার শেয়ার করা হয়েছে। অনেকেই কমেন্টে লিখছেন যে, "বিজেপির বর্তমান অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের মতো মাঠে নামার আগে জিতে থাকে মাঠে নামলে হেরে যায়।"

আজতক ফ্যাক্ট চেক করে দেখেছে যে ভিডিওটি সম্পাদিত এবং সংলাপ কেটে নানা অংশ বিভ্রান্তিকরভাবে জুড়ে দেওয়া হয়েছে। 

সত্য উন্মোচন হলো যেভাবে 

নব নির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি যদি সম্প্রতি, বা অতীতেও এমন কোনও মন্তব্য মুখ ফসকে করে থাকতেন তবে নিশ্চিতভাবে সেই বক্তব্য নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেত। কিন্তু এমন কোনও বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমে কোনও খবর পাওয়া যায়নি। 

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে একই ধরনের অপর একটি ভিডিও আরপ্লাস সংবাদ মাধ্যমের ইউটিউবে পাওয়া যায়। যেখানে শমীকের ডানদিকে যে ব্যক্তিকে যে ধরনের পোশাকে দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওতেও একই অবস্থায় দেখা গিয়েছিল। 

ভিডিওটি পোস্ট করে লেখা হয়, এই বক্তব্য শমীক ভট্টাচার্য মনোনয়ন জমা দেওয়ার পর রাখেন। এই বিষয়টিকে সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হলে নিউজ ১৮ বাংলার একটি প্রতিবেদন পাওয়া যায় যেখানে মনোনয়নের পর শমীক ভট্টাচার্যের বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়েছিল। এই ভিডিও-র ১৫ সেকন্ডের মাথায় শমীককে বলতে শোনা যায়, "পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প। রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে, তারা তৃণমূলের বিসর্জন দেবে।" 

Advertisement

এই একই অংশের ভিডিও নিউজ ১৮ বাংলার ফেসবুক পেজেও শর্ট আকারে আপলোড করা হয়েছিল। সেখানেও শমীককে স্পষ্টতই একই কথা বলতে শোনা যায়। সঙ্গে তিনি যোগ করেন, "মানুষ জানে, বিজেপি-ই তৃণমূলকে হারাতে পারবে।"

সবমিলিয়ে বোঝাই যাচ্ছে যে শমীক ভট্টাচার্যের একটি এডিটেড ক্লিপ ছড়িয়ে মিথ্যে দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

নতুন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন যে BJP-কে মানুষ ২০২৬ সালের নির্বাচনে বিসর্জন দেবে। 

ফলাফল

ভাইরাল ভিডিওটি এডিটেড। শমীক আসলে বলেছিলেন মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement