ফ্যাক্ট চেক: লাভ জিহাদের পরিণতি দাবিতে প্রচার মুসলিম যুবতীর দুর্ঘটনার ছবি

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবির যুবতী বাংলাদেশের ঢাকার বাসিন্দা আদ্রীতা আজাদ রীতি এবং তিনি হিন্দু নয় বরং জন্ম সূত্রেই মুসলিম। চলতি বছরের ১৭ এপ্রিল একটি দুর্ঘটনার কারণে রীতি তার ডান চোখে আঘাত পেয়েছিলেন।

Advertisement
ফ্যাক্ট চেক: লাভ জিহাদের পরিণতি দাবিতে প্রচার মুসলিম যুবতীর দুর্ঘটনার ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবির একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। যার মধ্যে দুটি ছবিতে এক যুবতীর একটি চোখের উপর আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। পাশাপাশি অন্য একটি ছবিতে ওই যুবতী লাল শাড়ি পরে এক যুবকের সঙ্গে দাঁড়িয়ে আছে। ছবিগুলি শেয়ার করে দাবি করা হচ্ছে, ওই যুবতী লাভ জিহাদের শিকার হয়ে হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম প্রেমিককে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এখন তার মুসলিম প্রেমিক তাকে নির্মমভাবে মারধর করেছে। 

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিগুলি শেয়ার করে লিখেছেন, “হিন্দু মেযয়েটির ভালবাসার আলাদা আব্দুল। ভালোবাসার পূর্ণতা দিতে বিয়ে করেছিলো মুসলিম হয়ে। বাকীটা দেখতেই পাচ্ছেন। গভীর ভালোবাসায় হিন্দু মেয়েদের অবস্থা। লাভ জিহাদ নেই তাই না?এত বুঝালাম শুনলো না।।কর্মফল রইলো ছবিতে।” (বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক করে দেখেছে যে, ভাইরাল ছবির যুবতী বাংলাদেশের ঢাকার বাসিন্দা আদ্রীতা আজাদ রীতি এবং তিনি হিন্দু নয় বরং জন্ম সূত্রেই মুসলিম। চলতি বছরের ১৭ এপ্রিল একটি দুর্ঘটনার কারণে রীতি তার ডান চোখে আঘাত পেয়েছিলেন।

কীভাবে জানা গেল সত্য?

ভাইরাল দাবির সত্যতা জানতে আমরা ছবিগুলো নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। তখন ২০২৫ সালের ১৮ এপ্রিল Adrita Azad Reety নামক একটি ফেসবুক প্রোফাইলে আক্রান্ত যুবতীর ভাইরাল ছবিগুলোর সব থেকে পুরনো সংস্করণ খুঁজে পাই। সেই পোস্টের ক্যাপশন অনুযায়ী, ছবিগুলি আদ্রীতা আজাদ রীতি নামক ওই যুবতীর। গত ১৭ এপ্রিল বাংলাদেশের ঢাকার সনি সিনেপ্লেক্স সংলগ্ন রাস্তায় স্কেটিংরত একটি ছেলে রীতিকে ধাক্কা মারে। এর ফলে ছেলেটির হেলমেটে লেগে রীতির চশমার কাঁচ ভেঙে যায়। এতে তিনি তার ডান চোখে আঘাত পান এবং চোখ দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে। পরবর্তীতে তার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যায়। রিতীর স্বামীই রিতীর ফেসবুক প্রোফাইল থেকে ছবিগুলি পোস্ট করেন এবং জানান তার স্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল।  

Advertisement

এরপর রীতির প্রোফাইলটি ভালো করে অনুসন্ধান চালালে আমরা এই সংক্রান্ত একাধিক পোস্ট দেখতে পাই। সেখানে রীতি যেসব ফেসবুক পোস্টে তাকে জন্মসূত্রে হিন্দু বলে দাবি করা হয়েছে এবং তিনি লাভ জিহাদের শিকার বলে উল্লেখ করা হয়েছে সেগুলির স্ক্রিনশট শেয়ার করেছেন। গত ১৮ এপ্রিল এমনই একটি পোস্টে রীতি লিখেছেন, “আমি জন্মসুত্রে একজন মুসলিম,আমার পিতার নাম মোঃ আবুল কালাম আজাদ,মাতার নাম সালমা সুলতানা স্পষ্ট করে আমার NID Card এ লেখা আছে।  আমাকে কেউ মারেনি, আমি ১৭ তারিখে এক্সিডেন্ট করেছি,আমার আঘাতের ছবি নিয়ে হিন্দুত্ববাদীরা ভুল তথ্য ছড়াচ্ছে, দয়া করে আর ভুল তথ্য ছড়ায়েন না আমি শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ, আমি আর আমার স্বামী এই মানসিক চাপ আর নিতে পারছি না।” 

এরপর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আদ্রীতা আজাদ রীতির সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “আমি জন্ম সূত্রে মুসলিম। আমার বাবার নাম আবুল কালাম আজাদ এবং মায়ের নাম সালমা সুলতানা। আমাদের পরিবারের সঙ্গে দূর-দূর পর্যন্ত হিন্দু ধর্মের কোনও সম্পর্ক নেই। গত ১৭ এপ্রিল ঢাকার সনি সিনেপ্লেক্স সংলগ্ন রাস্তায় আমার সঙ্গে হওয়া একটি দুর্ঘটানার ছবি ব্যবহার করে কেউ আমাদের বদনাম করতে এইসব ফেক নিউজ ছড়াচ্ছে। আমরা ইতিমধ্যে ঢাকার পল্লবী থানায় এবিষয়ে একটি অভিযোগ দায়ের করেছি।” ভিডিও কলে এই একই তথ্য আমাদের জানিয়েছেন রীতির স্বামী মোঃ আবু সুফিয়ানও। পাশাপাশি রীতি আমাদেরকে তার জাতীয় পরিচয়পত্র এবং তাদের তরফে পুলিশের কাছে দায়ের করা অভিযোগ পত্রের ছবিও পাঠিয়েছেন। জাতীয় পরিচয়পত্রতে রীতির বাবা ও মায়ের নাম দেখার পর আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে রীতির তরফে করা দাবিটি সঠিক অর্থাৎ সে হিন্দু নয় বরং জন্ম সূত্রেই মুসলিম। নিচে রীতির স্বামীর তরফে ঢাকার পল্লবী থানায় করা অভিযোগপত্রটি দেখা যাবে। তবে গোপনীয়তার কারণে আমরা তার জাতীয় পরিচয়পত্রটি প্রতিবেদনটিতে ব্যবহার করা থেকে বিরত থাকছি।


এর থেকে প্রমাণ হয় যে, দুর্ঘটনায় আক্রান্ত বাংলাদেশি যুবতীর ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লাভ জিহাদের মিথ্যে গল্প রটানো হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ছবিতে দেখা যাচ্ছে, লাভ জিহাদের শিকার হয়ে হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম প্রেমিককে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এই যুবতী। এখন সে তার মুসলিম স্বামীর হাতে নির্মমভাবে আক্রান্ত।

ফলাফল

ভাইরাল ছবির যুবতী বাংলাদেশের ঢাকার বাসিন্দা আদ্রীতা আজাদ রীতি এবং তিনি হিন্দু নয় বরং জন্ম সূত্রেই মুসলিম। চলতি বছরের ১৭ এপ্রিল একটি দুর্ঘটনার জেরে তিনি তার ডান চোখে আঘাত পেয়েছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement