প্রাচীন ভারতে মহাপণ্ডিত ছিলেন চাণক্য। তিনি একাধারে ছিলেন সর্বশাস্ত্রজ্ঞ, কূটনীতিজ্ঞ, দার্শনিক। আবার ছিলেন অর্থনীতিবিদও। আচার্য চাণক্যের নানা পরামর্শ আজকের যুগেও ভীষণই প্রাসঙ্গিক। চাণক্যের দর্শন, চিন্তাভাবনা, নানা পরামর্শ যে কারও জীবন বদলে দিতে পারে। তাঁর উপদেশ আজও একইরকম ভাবে প্রাসঙ্গিক।
সকলেই চান জীবনে সফল হতে। কিন্তু জীবনের পথটা কখনওই মসৃণ হয় না। তাই নানা বাধা-বিপত্তি দূরে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখতে হয়। পণ্ডিত চাণক্য এমনই কিছু পরামর্শ দিয়েছেন, যা মেনে চললে জীবনে সাফল্য আসবেই। জেনে নিন...
চাণক্যের পরামর্শ:
* চাণক্য বলেছেন, লক্ষ্যপূরণের জন্য সিংহের মতো আচরণ করতে হবে আমাদেরষ সিংহ সবসময় তার দৃষ্টি শিকারের উপর রাখে সম্পূর্ণ মনোযোগ দিয়ে। সেরকম মানুষকেও তার সমস্ত শক্তি ও মনযোগ দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে।
* খুব বেশি সহজ-সরল হলে চলবে না। কারণ চতুর মানুষরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রথমে সহজ-সরল লোকেদেরই নিশানা বানায়।
* খারাপ সময়ে কখনও ভেঙে পড়বেন না। চাণক্যের মতে, খারাপ সময়ের মধ্যেও কিছু না কিছু ভাল আছে। ছোট কেউ কোনও পরামর্শ দিলে তা নেওয়ার মতো হলে গ্রহণ করতে হবে।
* ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হলে প্রতিটি মানুষের অর্থ সঞ্চয় করা জরুরি। তাই অর্থকে সম্মান করতে হবে। কোনও কিছুর জন্যই নিজের আত্মাকে বিকিয়ে দেবেন না।
* চাণক্য বলেছেন, প্রত্যেককে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে। তা হলেই জীবনে সুখ-শান্তি আসবে।
চাণক্যের এই পরামর্শগুলো মেনে চললে, জীবনে সাফল্য আসবেই।