পহেলগাঁওয়ের বৈসরনে 'আল্লাহ হু আকবর' বলা জিপলাইন অপারেটর মুজাম্মিল বলে পরিচিত। তাঁকে জিজ্ঞাসাবাদ করবে NIA। আজ তক-কে প্রত্যক্ষদর্শী ঋষি ভাটের দেওয়া বিবৃতির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঋষি দাবি করেন, গুলির শব্দ শোনার পর, অপারেটর 'আল্লাহ'-র নাম নিচ্ছিলেন। তারপর তাঁকে জিপলাইনে উঠিয়ে পা ছড়িয়ে এগিয়ে যেতে বলেন বলে অভিযোগ।