Advertisement

Pahalgam Terror Attack: গুলির শব্দের মধ্যেই 'আল্লা হু আকবর' কেন বললেন মুজাম্মেল? পহেলগাঁওয়ে VIRAL VIDEO ঘিরে রহস্য

পহেলগাঁওয়ের বৈসরনে 'আল্লাহ হু আকবর' বলা জিপলাইন অপারেটর মুজাম্মিল বলে পরিচিত। তাঁকে জিজ্ঞাসাবাদ করবে NIA। আজ তক-কে প্রত্যক্ষদর্শী ঋষি ভাটের দেওয়া বিবৃতির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঋষি দাবি করেন, গুলির শব্দ শোনার পর, অপারেটর 'আল্লাহ'-র নাম নিচ্ছিলেন। তারপর তাঁকে জিপলাইনে উঠিয়ে পা ছড়িয়ে এগিয়ে যেতে বলেন বলে অভিযোগ।

Advertisement
POST A COMMENT