ছন্দে ফিরছে কাশ্মীর, ছন্দে ফিরছে পহেলগাঁও। জঙ্গি হামলার আতঙ্ক কাটিয়ে ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফের পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন কাশ্মীরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। সেরকমই ছবি দেখা গেল আজ সকাল থেকে। পাশাপাশি পর্যটকদের দাবি, সরকার জঙ্গিদের জবাব দেবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। ইন্ডিয়ান আর্মি এবং এখানকার মানুষ আমাদের সঙ্গে আছেন। যদিও জম্মু-কাশ্মীরের ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮ টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে জম্মু-কাশ্মীর সরকার। তবে মানুষের আস্থা ফিরিয়ে আনতে সচেষ্টা সরকার ও প্রশাসন।