Advertisement

Pak Minister on India: '130 পরমাণু ভারতের দিকে', Missile র নাম না জানা পাক মন্ত্রীর বড় বাতেলা

Pahalgam কাণ্ডের পর Indus Water Treaty বাতিল করেছে India । এর ফলে Pakistan কে মহাবিপাকে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে। আর ভারত এই পদক্ষেপ করার ফলে পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য ধেয়ে আসছে। এর মধ্যে ভারতের উদ্দেশে রীতিমতো হুঁশিয়ারিসূচক মন্তব্য করেছেন Pakistan র রেল মন্ত্রী হানিফ আব্বাসি। তিনি বলেন, যদি জল বন্ধ করে তাহলে যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। অস্ত্রগুলো আমরা সাজানোর জন্য রাখিনি। এগুলি ভারতের জন্য রেখেছি। 130 যে পারমাণবিক অস্ত্র রয়েছে, সেগুলি শুধুমাত্র মডেল হিসেবে রাখিনি আমরা। আপনারা জানেনই না সেগুলি পাকিস্তানের কোন কোন জায়গায় রয়েছে। আমাদের অস্ত্রগুলো আপনাদের দিকেই মুখ করা রয়েছে। শুনে নেওয়া যাক ঠিক কী বললেন হানিফ আব্বাসি।

India cancels Indus Water Treaty

Advertisement