Pahalgam Attack: পহেলগাঁওকাণ্ড নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের আর্জি, মোদীকে চিঠি খাড়গের

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পহেলগাঁও জঙ্গি হানা নিয়ে আলোচনা করে সমাধানের জন্য বিশেষ অধিবেশনের আর্জি জানিয়েছেন তিনি। 

Advertisement
পহেলগাঁওকাণ্ড নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের আর্জি, মোদীকে চিঠি খাড়গেরমল্লিকার্জুন খাড়গে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
  • পহেলগাঁও জঙ্গি হানা নিয়ে আলোচনা করে সমাধানের জন্য বিশেষ অধিবেশনের আর্জি জানিয়েছেন তিনি। 
  • কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পহেলগাঁও জঙ্গি হানা নিয়ে আলোচনা করে সমাধানের জন্য বিশেষ অধিবেশনের আর্জি জানিয়েছেন তিনি। 

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা নিয়ে আলোচনার জন্য সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে সরব হয়েছেন বেশ কয়েক জন বিরোধী সাংসদ। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে খাড়গে বলেছেন, 'এই মুহূর্তে একতা খুবই জরুরি। বিরোধী পক্ষ বিশ্বাস করে যে, যত দ্রুত সম্ভব সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশন করা হোক।'

পহেলগাঁও নিয়ে এর আগে সর্বদল বৈঠক ডেকেছিল সরকার। যদিও সেই বৈঠকে ছিলেন না প্রধানমন্ত্রী মোদী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ওই বৈঠক হয়। 

কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বদলার রব উঠেছে সর্বত্র। কাশ্মীরে জঙ্গি দমন অভিযান শুরু হয়েছে। বেশ কয়েক জন জঙ্গির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারত-পাক সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলির খবর পাওয়া গিয়েছে। 

জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত সরকার। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে। 

হামলায় নিহতদের মধ্যে ৩ জন বাঙালি পর্যটক। জখম হয়েছেন আরও অনেকে। পুলওয়ামার হামলার পর ভূস্বর্গে এত বড় মাপের জঙ্গি হামলা হল। পর্যটকে ঠাসা কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, 'ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে। তাদের চিহ্নিত করে শাস্তি দেবে। শাস্তি দেওয়া হবে তাদের মদতদাতাদেরও।' মোদী এ-ও বলেছেন, 'যে সব জঙ্গি এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা কল্পনাতীত।' 

POST A COMMENT
Advertisement