কুমিরের সঙ্গে সহবাস! রিং ফাইটার হতে জঙ্গলে পড়ে থাকেন যুবক

কুমির দেখলে সবাই ভয় পায়। অথচ সেই কুমিরের সঙ্গে কার্যত বসবাস করছেন যুবক। বিহারের বাগাহার ওই যুবকের নাম ধর্মেন্দ্র কুমার। পেশাদার রিং ফাইটিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

Advertisement
কুমিরের সঙ্গে সহবাস! রিং ফাইটার হতে জঙ্গলে পড়ে থাকেন যুবক     bihar Man dharmendra kumar
হাইলাইটস
  • কুমির দেখলে সবাই ভয় পায়
  • অথচ সেই কুমিরের সঙ্গে কার্যত বসবাস করছেন যুবক

কুমির দেখলে সবাই ভয় পায়। অথচ সেই কুমিরের সঙ্গে কার্যত বসবাস করছেন যুবক। বিহারের বাগাহার ওই যুবকের নাম ধর্মেন্দ্র কুমার। পেশাদার রিং ফাইটিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। কিন্তু কোনও কোচ, জিম বা প্রশিক্ষকের সাহায্য নিচ্ছেন না। তাঁর দাবি, কুমির তাঁর সবথেকে বড় প্রশিক্ষক। 

ধর্মেন্দ্রর বাড়ি থেকে প্রায় ১২ কিমি দূরে অবস্থিত গোইটি। এটি জঙ্গল এলাকা। সেখানে শতাধিক জলাশয় রয়েছে। ধর্মেন্দ্র সেখানে পৌঁছে প্রশিক্ষণ শুরু করেন। ধর্মেন্দ্র জানিয়েছেন, তিনি কুমিরের গতিবিধি, কৌশল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার জন্য এখানে আসেন। কুমিররা হামলা করার সময় শব্দ করে না বা ভয় পায় না। সেই কৌশল শেখেন। ডাঙায় শুয়ে থাকা কুমিরের পাশে শুয়ে  পুশ-আপ, ধ্যান করেন। 

ধর্মেন্দ্রর আরও দাবি, অনেক দিন ধরে আসার ফলে কুমিররা তাঁকে চিনতে শিখছে। তাঁকে আক্রমণ করে না। সেজন্য তিনি কুমিরের পাশে বসে বা শুয়ে থেকে কাটিয়ে দিতে পারেন। 

ওই যুবক আরও জানান, ব্রুস লি যেভাবে সাপকে দেখে কৌশল রপ্ত করেছিলেন একইভাবে তিনিও চান নয়া কৌশল রপ্ত করতে। যার নাম হবে ক্রোকো স্টাইল। 
তাঁর কথায়, 'আন্তর্জাতিক স্তরে বিশ্ব আমাকে সেই ছেলে হিসেবে চিনুক যে নিজস্ব স্টাইল নিয়ে এসেছে।' 

এদিকে ধর্মেন্দ্রর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে, তাঁকে একটি খোলা জায়গায় পুশ-আপ করতে দেখা যাচ্ছে। যদিও ইউজাররা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ ধর্মেন্দ্রকে সাবধান করেছেন। আবার অনেকে ওই যুবেকর প্রশংসা করেছেন। যদিও বনদফতরের কাছে খবর পৌঁছেছে। ওই এলাকাটি সংরক্ষিত। সেই কারণে ধর্মেন্দ্রকে সেখানে প্রবেশ করতে দিতে চান না বন আধিকারিকরা। এই নিয়ে তাঁরা ওই যুবকের সঙ্গে কথাও বলবেন। 

POST A COMMENT
Advertisement