শিলিগুড়িতে বড়সড় সাফল্য পেল ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। রবিবার, ২৭ এপ্রিল শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত তিরঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করল ডিআরআই-এর বিশেষ দল।
ঘটনায় শ্যামবাবু প্রসাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের মাটিগাড়া অঞ্চলে একটি বাড়ি এবং শিলিগুড়ি শহরের দুটি অফিস রয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, সেখানেই একটানা সাত ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে বিভিন্ন দেশের নোট এবং কয়েন রয়েছে বলে খবর।
ডিআরআই-এর পক্ষ থেকে অভিযোগ, নেপাল থেকে বেআইনিভাবে এই সমস্ত বিদেশি মুদ্রা সংগ্রহ করেছিলেন অভিযুক্ত। সেই মুদ্রা ভারতে প্রবেশ করিয়ে স্থানীয়ভাবে লেনদেনের চেষ্টা চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
গ্রেপ্তারের পর শ্যামবাবু প্রসাদকে সোমবার, ২৮ এপ্রিল শিলিগুড়ি আদালতে তোলা হবে। ডিআরআই জানিয়েছে, এই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল নিয়োজিত হয়েছে।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা। ডিআরআই মনে করছে, শিলিগুড়িতে বেআইনি মুদ্রা পাচার চক্রের বড়সড় যোগসূত্র সামনে এসেছে।
ডিআরআই-এর এই অভিযান শিলিগুড়িতে বেআইনি আর্থিক লেনদেনের বিরুদ্ধে কড়া বার্তা দিল বলে মনে করা হচ্ছে। বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া নোট এবং কয়েনগুলি বিভিন্ন দেশের। তবে প্রাথমিকভাবে নেপাল থেকেই এসব মুদ্রা ভারতে ঢুকেছিল বলে অনুমান।
ডিআরআই সূত্রের দাবি, নেপালের সঙ্গে সীমানা ভাগ করে নেওয়ায় শিলিগুড়ি এবং আশপাশের এলাকাগুলি পাচারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ডিআরআই-এর তরফে জানানো হয়েছে, অভিযুক্তের নেপাল-যোগ সহ সমস্ত অর্থনৈতিক লেনদেনের নথি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আরও তল্লাশি চালানো হবে বলেও জানানো হয়েছে।
রিপোর্টার : উৎপল পোদ্দার