
টেলি দুনিয়ায় বেশ পরিচিত নাম দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়ালের পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও তিনি কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় দেবচন্দ্রিমা। ডেইলি ভ্লগের মাধ্যমে অভিনেত্রী এখন কনটেন্ট ক্রিয়েটারও। ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা নেহাত কম নেই। দর্শকেরাও দেবচন্দ্রিমার রোজনামচা দেখতে বেশ পছন্দই করেন। তবে নিজের পেশাগত জীবন থেকে একটু অবসর পেলেই অভিনেত্রী বেড়িয়ে পড়েন ঘুরতে। বেশিরভাগ সময়েই একা ঘুরতে যান। এবারও সময় পেতেই ঘুরতে বেড়িয়ে পড়লেন নায়িকা। তবে একা নন, সঙ্গে রয়েছে বিশেষ একজন। যার ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
দেবচন্দ্রিমা তাঁর এয়ারপোর্ট লুকসে ছবি পোস্ট করেছেন। ডেনিম ও বিস্কুট রঙের টপে ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, সফর শুরু হল। এরপর আরও একটি ছবি পোস্ট করেন দেবচন্দ্রিমা। যেখানে তাঁর ও অন্য এক পুরুষের হাতে ধরা পাসপোর্ট ও টিকিট। সেই ব্যক্তি সবুজ রঙের শার্ট ও কালো ব্যান্ডের ঘড়ি পড়ে রয়েছেন। এই ছবিতে দেবচন্দ্রিমা লেখেন যে নতুন আকাশকে স্বাগত জানাতে চললাম। যেখানে মনটা হালকা বোধ করবে, স্বাধীন থাকবে আত্মা আর সময় ধীরগতিতে এগোবে। এখানে শ্বাস নিতে চাই। এরপরই দেবচন্দ্রিমা জানিয়েছেন যে কোনও পরিকল্পিত প্ল্যান ছিল না। এরই সঙ্গে কৃতজ্ঞ জানিয়েছেন এই মুহূর্তটি পাওয়ার জন্য়।
তবে নেটিজেনদের নজর আটকেছে দেবচন্দ্রিমার সঙ্গে থাকা রহস্যময় পুরুষটির দিকে। যাকে দেখে মনে হচ্ছে তিনি অভিনেত্রীর মনের মানুষ। যার সঙ্গে একান্তে সময় কাটাতেই বিদেশে পাড়ি দিয়েছেন দেবচন্দ্রিমা। কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়েছিল ঘিবলি আর্ট। দেবচন্দ্রিমাও সেই ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন। দেবচন্দ্রিমা সেই সময় যে ছবিগুলো পোস্ট করেছেন তার একটিতে দেখা যাচ্ছে মুখোমুখি একটি জুটি দাঁড়িয়ে আছে। মেয়েটি ছেলেটির চোখে দিকে তাকিয়ে, আর ছেলেটি ক্যামেরার দিকে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে দুটি সারমেয়র সঙ্গে একটি ছেলে বিছানায় শুয়ে আছেন। সঙ্গে অভিনেত্রী নিজের কিছু ছবির অ্যানিমেটেড ভার্সনও আছে। এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, 'ঘিবলি না বুঝেই আমাদের সাহায্য করল মন খুলে সব পোস্ট করতে। ইফ ইউ নো, ইউ নো।'
আর এটা দেখেই অনেকেই মনে করছেন দেবচন্দ্রিমা নতুন সম্পর্কে জড়িয়েছেন। তবে মনের মানুষকে আড়ালেই রাখতে চান কিছুদিন। এর আগে দেবচন্দ্রিমা সম্পর্কে জড়িয়েছিলেন সায়ন্ত মোদকের সঙ্গে। তাঁর সঙ্গে বহুবছর সম্পর্কে ছিলেন দেবচন্দ্রিমা। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনেন অভিনেত্রী।