
টেলিপাড়ার চার্মিং হিরো বলেই পরিচিত গৌরব রায়চৌধুরী। তাঁর লুকসের সঙ্গে অভিনয়ও বেশ প্রশংসিত। কিছুদিন আগেই শেষ হয়েছে গৌরবের পুবের ময়না সিরিয়ালটি। এখন হাতে আর সিরিয়ালের কাজ নেই। এই সময়টা গৌরব তাই নিজের সঙ্গে কাটাতেই ভালোবাসছেন। আর তারই মাঝে এই গরমে গৌরব পেটপুজো সারলেন পান্তা ভাত আর ভর্তা দিয়ে।
কিছুদিন আগেই সমুদ্র থেকে ফিরেছেন গৌরব। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা দেখতে পাওয়া যাবে। আর সমুদ্র থেকে ফিরেই সোজা চলে গেলেন পান্তাভাত খেতে। দক্ষিণ কলকাতার এক বাংলাদেশী রেস্তোরাঁতে এদিন গৌরব মন-প্রাণ ভরে খেলেন পান্তাভাত, বিভিন্ন ভর্তা আর লটে শুঁটকি। তবে গৌরব একা ছিলেন না, ছিলেন ডিজাইনার অভিষেক রায় ও আরও দুজন বন্ধু। সকলে মিলে এদিন এই রেস্তোরাঁর পান্তা প্ল্যাটারে ডুব দিলেন। এক সংবাদমাধ্যমের কাছে গৌরব জানিয়েছেন যে কয়েকদিনের ফাঁকা সময় পেয়েছেন তিনি আর তাই বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
গৌরব এও জানিয়েছেন যে তাঁর পান্তা খেতে বেশ ভালই লাগে। কারণ বাবা এপার বাংলার হলেও মা ওপার বাংলার। তাই ছোটবেলা থেকেই অভিনেতা পান্তাভাত খেয়ে এসেছেন। এই খাবারের প্রতি তাঁর টান ভীষণভাবে। যদিও অভিনেতাকে পান্তা খেতে শিখিয়েছিলেন তাঁর বাবা। আর এই গরমে পান্তার চেয়ে আরামের খাবার আর কিছুই নেই।
ছোটপর্দায় খুবই চেনা মুখ গৌরবের। একাধিক সিরিয়ালে অভিনেতা তাঁর প্রতিভাকে সামনে নিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়াতে ভালই সক্রিয় থাকেন অভিনেতা। শুধু তাই নয়, তাঁর মহিলা ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। টেলি দুনিয়ায় হাসিখুসি অভিনেতা গৌরব। তবে এখনও সিঙ্গল এই অভিনেতা। অন্তত এমনটাই দাবি করেন তিনি। ছোটপর্দার পাশাপাশি গৌরব বড়পর্দা ও ওয়েব সিরিজেও কাজ করে ফেলেছেন ইতিমধ্য়ে। এখন অপেক্ষা আবার কবে পর্দায় দেখা দেবেন গৌরব। ততদিন এই গরমে চুটিয়ে পান্তাভাত উপভোগ করুন অভিনেতা।