Sreemoyee Chattoraj: কষিয়ে রান্না হচ্ছে মাটন, কাঞ্চনের প্রিয় পদ রাঁধছেন শ্রীময়ী, VIDEO

Sreemoyee Chattoraj: নিন্দুকরা অনেক কিছুই বলবে, তাঁদের মুখ তো আর বন্ধ করা যাবে না। তবে নিন্দুকদের মুখে ছাই ঢেলে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তার ওপর দিওয়ালির পরেই তাঁদের সংসারে এসেছে নতুন সদস্য। একরত্তি কৃষভিকে নিয়েই ব্যস্ত কাঞ্চন ও শ্রীময়ী।

Advertisement
কষিয়ে রান্না হচ্ছে মাটন, কাঞ্চনের প্রিয় পদ রাঁধছেন শ্রীময়ী, VIDEO কাঞ্চন-শ্রীময়ী
হাইলাইটস
  • বিয়ের পর খুব একটা রান্নাঘরে শ্রীময়ীকে দেখা যায়নি।

নিন্দুকরা অনেক কিছুই বলবে, তাঁদের মুখ তো আর বন্ধ করা যাবে না। তবে নিন্দুকদের মুখে ছাই ঢেলে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তার ওপর দিওয়ালির পরেই তাঁদের সংসারে এসেছে নতুন সদস্য। একরত্তি কৃষভিকে নিয়েই ব্যস্ত কাঞ্চন ও শ্রীময়ী। বিয়ের পর খুব একটা রান্নাঘরে শ্রীময়ীকে দেখা যায়নি। বরং কাঞ্চনের দেখা মিলেছে খুন্তি হাতে। এবার বরের জন্য তাঁর প্রিয় পদ রান্না করতে রান্নাঘরে ঢুকলেন শ্রীময়ী। রাঁধলেন কাঞ্চনের প্রিয় মাটন কষা। 

কিছুদিন আগেই বেজায় অসুস্থ হয়েছিলেন তৃণমূলের বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক। প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন ও ফুড পয়জনিং হয়ে গিয়েছিল। রক্তবীজ ২-এর শ্যুটিং চলাকালীনই কাঞ্চন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সুস্থ হতেই ছাড়া পান কাঞ্চন। তবে অভিনেতা-বিধায়ক যে অনিয়ম করেন নিয়মিত, তার খোঁজ দিয়েছেন শ্রীময়ী। কাঞ্চন-পত্নী বলেছেন যে বাড়ি থেকে খাবার দেওয়ার পরও কাঞ্চন তেল-ঝাল মশলাদার খাবার আনিয়ে খেতেন শ্যুটিং ফ্লোরে। আর তার জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে কাঞ্চন সুস্থ হতেই তাঁর প্রিয় পদ রান্না করতে দেখা গেল স্বয়ং শ্রীময়ীকে। 

সোশ্যাল মিডিয়ায় মাটন রান্নার সেই ভিডিও শেয়ার করেছেন শ্রীময়ী। অবশ্য এই ভিডিওটি করেছেন শ্রীময়ীর দিদির মেয়ে। সোমবর শ্রীময়ী রান্না করতে করতেই বলেছেন যে বাইরে বৃষ্টি পড়ছে, সুন্দর আবহাওয়া। আর এই মরশুমে কাঞ্চন এবং অন্যান্যদের মাটন খাওয়ার শখ জেগেছে। আর তাই শ্রীময়ী একেবারে অন্যরকমভাবে নিরামিষ মাটন রান্না করছেন। নিরামিষ মাটন বলতে শ্রীময়ী জানিয়েছেন যে পেঁয়াজ-রসুন ছাড়া। কারণ এই গরমে পেঁয়াজ-রসুন দিয়ে খেতে ইচ্ছে করছে না। তার বদলে মাটন রান্না হচ্ছে ধনে, জিরে ও হিং দিয়ে। ভিডিওতে দেখা গিয়েছে, একদিকে মাটন কষানো হচ্ছে আর অন্যদিকে মাংসের আলু ভাজা হচ্ছে। 

Advertisement

শ্রীময়ীর মাংস কষানো দেখে লোভ সামলানো বেশ মুশকিল। এই ভিডিও শেয়ার করে শ্রীময়ী ক্যাপশনে লেখেন, আমার প্রিয় মানুষের জন্য রান্না করা আমার সেরা থেরাপি। কৃষভি হওয়ার পর বেশ কয়েকমাস কাজ থেকে বিরতি নিয়েছিলেন শ্রীময়ী। তবে এবার একসঙ্গে ছোট ও বড়পর্দা দুই জায়গাতেই ফিরছেন তিনি। বুলেট সরোজিনী সিরিয়ালে শ্রীময়ীকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। আর এর পাশাপাশি রক্তবীজ ২-তে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন কাঞ্চন-পত্নী, যার শ্যুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে।  

POST A COMMENT
Advertisement