Aamar Boss: রাজ্যসভায় দেখানো হবে রাখি গুলজারের 'আমার বস', মুক্তির আগেই বড় সাফল্য

Aamar Boss: মুক্তির আগেই নতুন পালক জুড়ল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'আমার বস' ছবির মাথায়। এমনিতেই এই ছবিতে বহু বছর পর অভিনয় করতে দেখা যাবে রাখি গুলজারকে। সেই কারণে এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে অন্য রকম এক উত্তেজনা তৈরি হয়েছে। আর তারই মাঝে দারুণ এক সুখবর এল।

Advertisement
রাজ্যসভায় দেখানো হবে রাখি গুলজারের 'আমার বস', মুক্তির আগেই বড় সাফল্যরাজ্যসভায় দেখানো হবে আমার বস
হাইলাইটস
  • মুক্তির আগেই নতুন পালক জুড়ল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'আমার বস' ছবির মাথায়।

মুক্তির আগেই নতুন পালক জুড়ল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'আমার বস' ছবির মাথায়। এমনিতেই এই ছবিতে বহু বছর পর অভিনয় করতে দেখা যাবে রাখি গুলজারকে। সেই কারণে এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে অন্য রকম এক উত্তেজনা তৈরি হয়েছে। আর তারই মাঝে দারুণ এক সুখবর এল। আমার বস ছবিটি দেখানো হবে রাজ্যসভায়। শিবপ্রসাদ ও নন্দিতা রায় জানিয়েছেন যে ৩ মে আমার বস-র স্পেশাল স্ক্রিনিং হবে রাজ্যসভায়। ৩ মে বেলা ১১টার সময় সংসদের গ্রন্থাগার ভবনের বালযোগী প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি। এর আগে শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ডেবিউ শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিটিও গত বছরের মার্চে রাজ্যসভায় দেখানো হয়। 

২২ বছর পর বড়পর্দায় ফিরছেন রাখি গুলজার। ইতিমধ্যেই আমার বস ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। যা অভূতপূর্ব সাড়া ফেলেছে। ছবির ট্রেলারেই স্পষ্ট যে মা-ছেলের সম্পর্কের কথাই এখানে উঠে আসবে। বর্তমানে কর্পোরেট অফিসে দিনরাত এক করে কাজ করতে গিয়ে কোথাও যেন বৃদ্ধ মা-বাবাদের সময় দিতে অক্ষম হন সন্তানেরা। আর সেই কর্পোরেট জগতের পুরো ব্যাখাটাই পরিবর্তন করবেন রাখি গপলজার, যিনি এই ছবিতে শুভ্রা গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন। যিনি কর্পোরেট জগতটাকে একটু বদল করার চ্যালেঞ্জ নেন নিজেরই ছেলের সঙ্গে। গুগল ও লিঙ্কডিন-এর মতো আন্তর্জাতিক মানের কর্পোরেট সেক্টরগুলিতে কর্মরত কর্মীরা তাঁদের বৃদ্ধ অভিভাবকদের অফিসে এনে রাখেন, আর সেখান থেকেই অনুপ্রাণিত আমার বস। এই ছবিতে মা-ছেলের সুন্দর সম্পর্কের সমীকরণের পাশাপাশি জোর দেওয়া হয়েছে কর্পোরেট কর্মীদের জীবনযাপন ও তাঁদের বয়স্ক মা-বাবাদের ওপর।   

পরিচালক নন্দিতা রায়ের কথায়, কর্মক্ষেত্রে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছি। কিন্তু আমরা অনেকেই আসলে আমাদের বাড়ির বড়দের একলা রেখে দিই। এই ছবি শুধু সেটা নিয়েই নয়, তার থেকে অনেক বেশি কিছু। এটা আমাদের স্বপ্নের কাজ। কারণ রাখিজি চরিত্র করতে রাজি হয়েছেন এবং এত বছর পর বাংলা ছবিতে কাজ করছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন যে শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিটির বিশেষ প্রদর্শনের দিন তিনি রাজ্যসভায় থাকতে পারেননি। কারণ সেই সময় বহুরূপীর শ্যুটিং চলছিল। তবে এই ছবির স্ক্রিনিংয়ের সময় পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ অবশ্যই উপস্থিত থাকবেন। আগামী ৯ মে মুক্তি পাচ্ছে আমার বস।  

Advertisement


 

POST A COMMENT
Advertisement