যোধপুরে প্লাবিত এলাকা দিয়ে বাইকে যাচ্ছিলেন এক যুবক। পিছনের সিটে মা। ঠিক তখনই জলের মধ্যে গতিতে চলছে থার। জলে পড়লেন বাইক চালক ও আরোহী।