নতুন সভাপতিকে বরণ অনুষ্ঠানে রাজ্যের সব নেতা থাকলেও দিলীপ ঘোষ কেন ছিলেন না? সাংবাদিকদের এই প্রশ্নে শমীক ভট্টাচার্য জবাব দেন,'আমার বিষয়টা জানা নেই। আমি মঞ্চে আমন্ত্রিত ছিলাম। আমার কোনও ভূমিকা ছিল না'। এদিকে, সভাপতি হয়েই লেক কালীবাড়িতে গিয়ে করুণাময়ীর শরণে শমীক ভট্টাচার্য।